‘শ্রীদেবী ও মোনা দুজনেই আমার বন্ধু, বনির সঙ্গে ওঁদের সম্পর্কে আমি মাঝে পড়ে যাই’
প্রথম স্ত্রী মোনা সৌরি কাপুরকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি কাপুর। সালটা ছিল ১৯৯৬ সাল। এখন অবশ্য শ্রীদেবী কিংবা মোনা কেউ-ই আর বেঁচে নেই। সম্প্রতি সেই দুই বন্ধুকে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। বনি কাপুরের দুই স্ত্রী মোনা ও শ্রীদেবী দুজনেই ছিলেন রবিনার বন্ধু। সেসময় দুই বন্ধুর মাঝে পড়ে সমস্যায় পড়েছিলেন রবিনা। সম্প্রতি সেবিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত ১৯৯৪ সালে ‘লাডলা’ ছবিতে একসঙ্গে কাজ করেন রবিনা ও শ্রীদেবী। ১৯৯৬ সালে মোনাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন বনি। রবিনা ও তাঁর স্বামী অনিল থাডানি সেসময় প্রায়ই বনি-শ্রীদেবীকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ করেছেন। এদিকে আবার মৃত্যুর আগে পর্যন্ত মোনা ও শ্রীদেবী দুজনের সঙ্গেই বন্ধুত্ব বজায় রেখেছেন রবিনা ২০১২-র মার্চ মাসে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মৃত্যু হয় মোনা সৌরি কাপুরের। এরপর বেশ কয়েক বছর পর ২০১৮ সালে দুবাইয়ের হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্রীদেবীর। সম্প্রতি বনির সঙ্গে তাঁর দুই বন্ধুর সম্পর্ক, বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রবিনা ট্যান্ডন।
ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রবিনা বলেন, আমি তখন বেশ দ্বিধায় পড়ে যাই। কারণ সেসময় মোনাও আমার খুব কাছের বন্ধু ছিলেন। এদিকে আবার আমি শ্রীর সঙ্গেও কাজ করছি। সেই সূত্র ধরে সেসময় শ্রীদেবীও আমার ভীষণই কাছের বন্ধু হয়ে ওঠে। তাই এই ঘটনায় আমি দুজনের মাঝে পড়ে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। দুর্ভাগ্যবশত, ওঁরাও সেসময় সেই ঘটনাগুলির মধ্যে দিয়ে গিয়েছে। এখন আর ওঁরা কেউই নেই, আমরা দুই সুন্দর আত্মাকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি।’
রবিনার কথায়, ‘আমি মোনার সমস্যাগুলিও বুঝতে পারছিলাম আবার আমি শ্রীর সমস্যাও বুঝতে পারতাম, তাই আমি ওদের দুজনের জন্যই ছিলাম। আমি ওদের দুজনের পাশেই ছিলাম, তবে আবার ব্যক্তিগত জীবনে কে কী করছে, সেবিষয়ে একটা নির্দিষ্ট সীমার পরে আর হস্তক্ষেপ করা যায় না। আপনি শুধু ওদের পাশে থাকতে পারেন, তাঁদের বোঝার জন্য এবং তাঁদের নৈতিক সমর্থন হতে পারেন। সমালোচনা না করে এবং অন্য ব্যক্তির সম্পর্কে খারাপ কথা না বলে আপনি শুধু দেখতে পারেন কী চলছে ওদের জীবনে’।
এই বছরের শুরুতে কেন্দ্রের কাছ থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন রবিনা ট্যান্ডন। তাঁকে শেষ দেখা গিয়েছিল গত বছর ব্লকবাস্টার কন্নড় ছবি KGF: চ্যাপ্টার ২-তে। ২০২১-এ নেটফ্লিক্সের আরণ্যকের হাত ধরে তিনি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন।
For all the latest entertainment News Click Here