শ্রাবন্তী-পুত্র অভিমন্যুর সঙ্গী এক রহস্যময়ী! একটি ছবি ঘিরে শুরু চর্চা
অভিমন্যু চট্টোপাধ্যায়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র। টলিউডের ‘বিতর্কিত’ তারকার সন্তানকে ঘিরে যে কৌতূহল থাকবে, তা আলাদা করে বলে দিতে হয় না। সম্প্রতি চর্চার রসদ জাগাচ্ছে তাঁর একটি ইনস্টাগ্রাম স্টোরি।
কী দেখা যাচ্ছে সেখানে?
ছবিটি খুব সম্ভবত কোনও রেস্তরাঁয় বসে তোলা। সামনে রাখা দু’টি পানীয়ের গ্লাস। কিন্তু এ তো খুবই সাধারণ বিষয়। তা নিয়ে চর্চার কী আছে? স্টোরিটি একটু খুঁটিয়ে দেখলেই পাওয়া যাবে উত্তর। বোঝা যাচ্ছে, অভিমন্যুর সঙ্গী এক ললনা। লেন্সবন্দি হয়েছেন তিনিও। ছবিতে যদিও তাঁর মুখ দেখা যাচ্ছে। শুধু তাঁর নীল রঙা টি শার্টটি দৃশ্যমান।
প্রশ্ন উঠছে, কে এই রহস্যময়ী? তাঁর মুখই বা আড়ালে কেন ? সে সব প্রশ্নের উত্তর মেলেনি। তবে অনুমান, এই ললনা আর কেউ নন, অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ। বলা যায়, টলিউডের তারকা-সন্তানের সর্বক্ষণের সঙ্গী তিনি। ঘুরতে যাওয়া হোক বা কাজ, অভিমন্যুর পাশে দেখা যায় দামিনীকে। তাঁদের সম্পর্ককে মান্যতা দিয়েছেন শ্রাবন্তী স্বয়ং। গত বছর ছেলে এবং ছেলের প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। ছিলেন ‘প্রেমিক’ অভিরূপ নাগ চৌধুরীও।
আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত অভিমন্যু। দামিনী পেশায় মডেল। শ্রাবন্তী জানিয়েছেন, ইন্ডাষ্ট্রিতেই কাজ করবেন তাঁর ঝিনুক (ছেলেকে এই নামেই ডাকেন অভিনেত্রী)। তবে ক্যামেরার সামনে নয়, নেপথ্যে। ইতিমধ্যেই কাজ শেখাও শুরু করেছেন তিনি। সেখানেও সঙ্গী প্রেমিকা দামিনী।
For all the latest entertainment News Click Here