শ্যুটিং চলাকালীন দুর্ঘটনা, রাজপাল যাদবের স্কুটার ধাক্কা মারল কলেজ পড়ুয়াকে
প্রয়াগরাজে শ্যুটিং চলাকালীন এক পড়ুয়াকে ধাক্কা মেরেছে রাজপাল যাদবের স্কুটার। ঘটনাটি ঘটেছে সোমবারে কাটরা এলাকায়। পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।
এই ঘটনার পরে সেই পড়ুয়া শ্যুটিং পার্টির অব্যবস্থা এবং দায়িত্বজ্ঞানহীনতার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পালটা অভিযোগও দায়ের হয়েছে বলে শোনা গিয়েছে। রাজপাল যাদব এবং শ্যুটিংয়ের আরও কয়েক জনের তরফে নাকি থানায় জানানো হয়েছে, ওই পড়ুয়া-সহ আরও কয়েক জন শ্যুটিং চলাকালীন সেখানে এসে নানা রকম সমস্যা সৃষ্টি করেন, শ্যুটিংয়ের কাজে বাধা দেন।
পুলিশ অফিসার রাম মোহন রাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা যে শ্যুটিংয়ের জন্য যে স্কুটারটি চালাচ্ছিলেন, সেটি বেশ পুরনো। রাজপাল সেটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্কুটারটির ক্লাচের তারও ছেঁড়া ছিল। সেই অবস্থায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে স্কুটারটি গিয়ে পড়ুয়াকে ধাক্কা মারে। যদিও পড়ুয়ার গায়ে বড়সড় আঘাতের কোনও চিহ্ন নেই। তবু তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে এর পরে তদন্ত হবে। এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যত দূর জানা গিয়েছে, রাজপাল তাঁর সহকর্মীদের সঙ্গে ‘লক্ষ্মী টকিজ’ বলে একটি ছবির শ্যুটিং করছেন ওই এলাকায়। ফলে ওই এলাকায় বিষয়টি নিয়ে কৌতূহলের উদ্রেক হয়েছে। বহু মানুষ হাজির হচ্ছেন শ্যুটিং দেখার জন্য। তাঁধের মধ্যে বহু ছাত্রছাত্রীও আছেন। স্থানীয় ব্যাঙ্ক রোডে এর পরে শ্যুটিং করতে যায় এই দলটি। সেখানেই রাজপাল স্কুটার চালাচ্ছিলেন। তার পরেই নিয়ন্ত্রণ হারান অভিনেতা। এবং বালাজি বলে একজনকে ধাক্কা মারেন। বালাজি স্থানীয় কলেজের পড়ুয়া এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে শোনা গিয়েছে।
For all the latest entertainment News Click Here