শ্য়ুটিংয়ের ফাঁকেই টাকা নিয়ে মায়ের সঙ্গে জোর ঝগড়া সারার! বলেই ফেললেন ভিকি…
পতৌদি পরিবারে জন্ম তাঁর, ‘রাজকন্যা’ বললেও ভুল বলা হয় না। তবে সেই সারা আলি খান নাকি ভীষণই কিপটে। সইফ কন্যা নাকি অবান্তর একটা টাকাও বেশি খরচ করতে চান না। এক্কেবারেই গুনে গুনে টাকা খরচ করেন তিনি। সম্প্রতি সারার কাণ্ডকারখানা সকলের সামনেই ফাঁস করে দেন সহ অভিনেতা ভিকি কৌশল। ভিকি জানান, টাকার জন্যই নাকি মা অমৃতা সিংয়ের সঙ্গে ঝগড়া করছিলেন সারা।
সম্প্রতি ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির ওপ্রচারে র‘দ্য কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন সারা।’ সেখানে এসেই ভিকি বলেন, ‘শ্যুটের সময় একদিন দেখি সারা, অমৃতা ম্যামের উপর চেঁচামিচি করছে। আমি ভাবলাম কী আবার হল! তাই সারাকেই জিগ্গেস করলাম, সব ঠিক আছে তো? উত্তরে ও বলল, না ইয়ার, মা ১৬০০ টাকা দিয়ে একটা তোয়ালে কিনেছেন। আর তাতেই নাকি রেগে গিয়েছিল সারা।’
আরও পড়ুন-সুবান রায়ের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ, নতুন প্রেমে পড়েছেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা?
ভিকি বলেন, ‘আমি প্রথমে সারার কথায় বিশ্বাস করিনি, তাই আবারও জিগ্গেস করলাম ১৬০০ টাকা দিয়ে তোয়ালে কিনেছেন বলে চেঁচাচ্ছো? জবাবে সারা কী বলল জানেন? ও বলল, হ্যাঁ, অবশ্যই ১৬০০ টাকা দিয়ে তোয়ালে কেনার কী আছে? তোয়ালে তো ফ্রি-তেই পাওয়া যায়। ভ্যানিটি ভ্যানে তো কত তোয়ালে পড়ে থাকে, ওখান থেকে একটা নিয়ে ব্যবহার করলেই হল।’ এমন কথা শুনে ভিকি আর উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাননি। শুধুই ঘাড় নেড়েই নাকি চুপ করে যান।
এদিকে আবার কপিল শর্মাও বলেন, সারা নাকি এতটাই কৃপণ যে শ্যুটিংয়ের পর সেট থেকেই ডিনার করে বাড়ি ফেরেন। প্রসঙ্গত, নিজের কিপটে হওয়ার কথা সারা নিজেও বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন। এমনকি সারাই একবার বলেছিলেন, তিনি নাকি অনেক টাকা খরচ করে জামাকাপড়ও কেনেন না, অল্প দামের পোশাক কিনেই পরতে পছন্দ করেন তিনি। সম্প্রতি IIFA-র অনুষ্ঠানে আবুধাবিতে গিয়েও রোমিং-এর জন্য ৪০০ টাকা রিচার্জ করতেও রাজি হননি সারা। আর একথাও তিনি নিজেই হাসতে হাসতে নির্দ্বিধায় বলে ফেলেন। তাহলে বুঝতে পারছেন সইফ কন্যার কাণ্ডকারখানা!
For all the latest entertainment News Click Here