শোয়েব মালিককে কেন ধমক দিয়েছিলেন সৌরভ? ২০০৫ এর মোহালি টেস্টের গল্প শোনালেন কামরান
ক্রিকেটে স্লেজিং শব্দটা প্রায় শোনা যায়। তবে শুধু ক্রিকেট কেন যে কোন খেলায় এই স্লেজিং শব্দটা শুনতে পাওয়া যায়। মাঠের যে কোনও লড়াই-এর সময় কিছু কটূক্তি কখনও কখনও বিষয়গুলিকে মশলাদার করে তোলে। স্লেজিং বা এই ধরনের কৌশল হল মাইন্ড গেমের অংশ, যা বিরোধীরা প্রায়ই খেলার মাঝে করে থাকেন। এর কারণ হল ফর্মে থাকা খেলোয়াড়কে অস্থির করে তোলা যাতে সে কোনও ভুল করে বসে। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার কামরান আকমল, যিনি সম্প্রতি খেলার সমস্ত ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন, তিনিই তেমনই একটি ঘটনার কথা জানালেন। ভারত বনাম পাকিস্তানের একটি টেস্ট ম্যাচের তেমনই একটি মুহূর্ত স্মরণ করিয়েছেন কামরান। এই ঘটনাটি ভারতের সেই সময়কার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও পাকিস্তানের তারকা শোয়েব মালিকের মধ্যে ঘটেছিল।
আরও পড়ুন… কভার ড্রাইভে বিরাট নন বাবর আজমকেই এগিয়ে রাখলেন ডেভিড মিলার
ইউটিউব চ্যানেল ‘নাদির আলি পডকাস্ট’-এ কথা বলার সময়, কামরানকে কোনও মজার গল্প স্মরণ করতে বলা হয়েছিল। তখন তিনি একটি ম্যাচের সময় ব্যাটারকে স্লেজিং করার মুহূর্তের কথা তুলে ধরেন। তিনি ২০০৫ সালে ভারত বনাম পাকিস্তানের মধ্যে মোহালি টেস্ট ম্যাচের একটি গল্প বর্ণনা করেছিলেন। যেখানে শোয়েব মালিক ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেই সময়ে ভারত অধিনায়ক স্ট্রাইকে ছিলেন। শোয়েব মালিকের এপিক মাইন্ড গেমের ফলে পরের বলেই আউট হয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কামরান আকমল সেই ঘটনা স্মরণ করে বলেন যে, দানিশ কানেরিয়ার একটি বলে বাউন্ডারি মেরেছিলেন সৌরভ। মালিক, যিনি মিড অন-এ দাঁড়িয়েছিলেন, তিনি তখন বলেছিলেন যে ভারত অধিনায়ক বেশ চাপে রয়েছে তাই ছয় মারার বলে চার মারলেন। সেই সময়ে মালিক এই কথা গুলো উইকেটরক্ষক কামরানকে বলেছিলেন তবে তার উদ্দেশ্য ছিল সৌরভকে অস্থির করা। মালিকের মনের খেলায় উত্তেজিত হয়ে পরের বলেই আউট হন ব্যাটার সৌরভ।
আরও পড়ুন… ছয় কোটি দিয়ে নতুন বাংলো কিনলেন কোহলি, ভেতরটা সাজিয়ে দিলেন সুজান
কামরান আকমল বলেন, ‘২০০৫ সালের মোহালি টেস্ট ম্যাচে, দানিশ (কানেরিয়া) বোলিং করেছিলেন এবং শোয়েব মালিক সিলি মিড-অনে দাঁড়িয়ে ছিলেন এবং সলমন (বাট) সিলি মিড-অফে ছিলেন। দানিশ লেন্থ মিস করেন। সৌরভ গঙ্গোপাধ্যায় স্ট্রাইকে ছিলেন এবংসেই বলে তিনি বাউন্ডারি হাঁকান। শোয়েব মালিক সেই সময়ে বলেন, ‘দেখলেন কামরান, দাদার ওপর কত চাপ, ছক্কা মারার বলে উনি চার মারলেন। পরের বলে ছক্কা মারতে গিয়ে ক্রিজের বাইরে চলে যান সৌরভ এবং সঙ্গে সঙ্গে স্টাম্প আউট হয়ে যান তিনি। তবে সাজঘরে ফিরে যাওয়ার আগে তিনি মালিককে বলেছিলেন, ‘তুই অনেক চালাক, তোকে আমি ছাড়ব না, তুই বাইরে আয় একবার।’ যদিও কামরান বলেছিলেন যে ঘটনাটি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ঘটেছিল। কিন্তু পরে দেখা যায় কামরান ভুল বলেছিলেন, কারণ সৌরভ স্টাম্পড হননি এবং বরং ক্যাচ দিয়েছিলেন, যদিও সেটি কানেরিয়ার একটি ডেলিভারি ছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here