শোভন-দেবশ্রীর ছবিকে ‘কুৎসিত’ বললেন বৈশাখী, আইনি নোটিসের পিছনে আছে কোন গল্প?
ছবি ঘিরে বিতর্কে জড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় আর দেবশ্রী রায়। আপাতত এটাই চর্চার বিষয়। সরব রাজ্য-রাজনীতি থেকে টলিপাড়াও। একসময় এই শোভন আর দেবশ্রী দুজনেই ছিলেন টলিউডের কাছের মানুষ। আপাতত দুজনেই যদিও দিদির হাত ছেড়েছে। তাই কি এত রাগ? নাকি পিছনে আছে অন্য কোনও কারণ? ছবি বিতর্কে সম্প্রতি মুখ খুললেন শোভন-বান্ধবী বৈশাখী।
‘দেবশ্রী রায়’ নামে একটি ফেসবুক পেজ থেকে শোভন আর দেবশ্রীর ছবিগুলি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে কখনও লেখা হয়েছে ‘মেয়রের সঙ্গে’, ‘সঙ্গে শোভন’। ছবিগুলিও বেশ পুরনো। ২০১৭-১৮ সালের। আর সেই ছবিগুলিতে বেশ ঘনিষ্ঠতাই ধরা পড়েছে দুজনের। তবে শোভনের দাবি তাঁর অনুমতি না নিয়েই ছবিগুলি শেয়ার করা হয়েছে। এবং সেগুলি তাঁর ‘ভাবমূর্তিকে’ নষ্ট করতে পারে।
ইতিমধ্যেই শোভনের তরফে পাঠানো হয়েছে আইনি নোটিস। এদিকে সেই ফেসবুক প্রোফাইলটি আবার দেবশ্রী রায়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়। সেখানে কোনও ব্লু টিক নেই। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজতক বাংলার এক প্রতিবেদ অনুসারে বৈশাখী জানান, ‘দেবশ্রীর দুটো প্রোফাইল রয়েছে। এই দুই প্রোফাইল থেকে শোভনের বিভিন্ন ছবি সঙ্গে মেয়র, সঙ্গে মন্ত্রী মেয়র, সঙ্গে শোভন এইসব হেডিং দিয়ে পোস্ট করা হয়েছে। অথচ ২০১৭ সালের পর থেকে শোভনের সঙ্গে দেবশ্রীর কোনও সম্পর্ক নেই। এদিকে যে ছবিগুলো দেওয়া হয়েছে তা ২০১৮-১৯ সালের। আর সেই ছবির সঙ্গে মন্ত্রী বা মেয়র শোভনের সম্পর্ক নেই। দক্ষিণেশ্বর মন্দিরে একটি পারিবারিক অনুষ্ঠানে দেবশ্রী সঙ্গে ছিলেন। সেই ছবি পোস্ট করার অর্থ হল নিজেকে ক্ষমতাবানের ঘনিষ্ঠ বলে জাহির করা। শোভন কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই। ওকে অন্য একজন ছবিগুলি দেখিয়েছে। জানতে চেয়েছে ২০১৭ সালের পর ওর সঙ্গে দেবশ্রীর কোনও সম্পর্ক ছিল না কি। কিন্তু তা তো ছিল না। তাই শোভন আইনি নোটিস পাঠিয়ে দেবশ্রীকে ছবিগুলি সরিয়ে নিতে বলেছে।’
দেবশ্রী-শোভনের ছবিগুলিকে ‘কুৎসিত’ বলেও দাবি করেন বৈশাখী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিতে দেখা যাচ্ছে প্রকাশ্য মঞ্চে শোভনের সঙ্গে কথা বলছেন দেবশ্রী, আবার কোথাউ জনসভায় পার্টির কর্মীদের সঙ্গে তাঁরা বসে আছেন। শোভন এই প্রসঙ্গে বলেন, ‘আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা হয়েছে। আমার প্রাক্তন সরকারি পদ প্রসঙ্গও উল্লেখিত রয়েছে সেখানে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের বিষয় সামনে রেখে যে পোস্টগুলি করা হয়েছে তা একেবারেই সঠিক নয়। তা অনেক পুরনো ঘটনা, আগের ছবি’।
অন্য দিকে, শোভেনর আইনি নোটিসের ব্যাপারে জানতে চাওয়া হলে, খানিক বিরক্তির সুরেই দেবশ্রী রায় জানান-‘আমার ফালতু সময় নেই। আমি অন্য কাজে ব্যস্ত।’ পরে অবশ্য অভিনেত্রী খোলসা করে বলেছেন, ‘আমার আইনজীবী আইনের পথে এর জবাব দেবেন৷ আইনত যেটি সঠিক, সেদিকেই এগোব, কোনও ফেক অ্যাকাউন্ট থেকে এই কাজ হলে তার ব্যবস্থা তো আমি নেব না৷’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here