শো’তে গিয়ে ভক্তের ভালোবাসায় মুগ্ধ শুভমিতা, বললেন ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’
অনুরাগের টান বোধহয় বড়ই অদ্ভুত। ভালোবাসার টানে বোধহয় আরও অনেকদূর যাওয়া যায়। তেমনটাই যেন নতুন করে দেখিয়ে দিলেন গায়িকা শুভমিতা।
একটা সময় আমরা যাঁদের প্রকৃত অর্থেই নক্ষত্র মনে করতাম, ভাবতাম বুঝি তাঁরা ধরা ছোঁয়ার বাইরে। আজকাল তাঁরাই যেন সোশ্যাল মিডিয়া, নানা শো, ইত্যাদির পর দেখা করে আমাদের ঘরের মানুষ হয়ে উঠেছেন।
শুভমিতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অসমের গুয়াহাটিতে শো করতে গিয়েছিলেন। তাঁর গুয়াহাটির আইটিএ মাছখোয়ায় একটি শো ছিল ২২ এপ্রিল। সেখানে একজন মহিলা এসেছিলেন। সেই মহিলা তাঁর অসুস্থতার কারণে সঠিক ভাবে বসতে না পারলেও টানা দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকেন বাংলা গানের জন্য। দেখা করেন গায়িকার সঙ্গে।
শুভমিতা এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় বাকিদের সঙ্গে এই ভক্তর পরিচয় করিয়ে দেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘উনি মিসেস জয়িতা দাস। গত ২২ এপ্রিল আমার গুয়াহাটির আইটিএর মাছখোয়ার শোর পর ওঁর সঙ্গে দেখা হয়। কিছু অসুস্থতার কারণে উনি ঠিক করে বসতে পারেন না। তা সত্বেও তিনি গুয়াহাটি থেকে ৪৫০ কিলোমিটার দূরের এক জায়গা করিমগঞ্জ থেকে এসেছেন আমার গান শুনতে। টানা ২ ঘণ্টা দাঁড়িয়ে থেকেছেন বাংলা গান শোনার জন্য।’
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘ইশ্বর যেন আমাদের আশীর্বাদ যেন যাতে আমরা আগামীতে এরম আরও ভালোবাসার সাক্ষী থাকতে পারি। আর এটা আমার কাছে কোনও লাইফটাইম অ্যাচিভমেন্টের চেয়ে কম নয়।’
অনেকেই তাঁর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘একদম ঠিক কথা। এই ভক্তরাই আমাদের প্রকৃত পাওয়া। ঈশ্বর ওকে আশীর্বাদ দিন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘এটা তো অনেক বড় আওয়া দিদি। আসলে সবাই আপনার গানের টানেই ছুটে আসেন।’ গায়িকার আরেক অনুরাগী লেখেন, ‘আপনি নিজেই যে একজন বড় মাপের মানুষ এটাই তার সব থেকে বড় প্রমাণ।’
For all the latest entertainment News Click Here