শেষ ৭ মিনিটের নাটকে ড্র ম্যান ইউ-চেলসির, অপ্রত্যাশিত হার লিভারপুলের
শুভব্রত মুখার্জি: চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়র লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিধর ক্লাব চেলসি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দল। ১-১ গোলে ড্র হল ম্যাচটি। জর্জিনিয়োর পেনাল্টি গোলে এগিয়ে যায় চেলসি। এগিয়ে যাওয়ার পর ইনজুরি টাইমে নাটকীয় গোলে ম্যাচে ইউনাইটেডের হয়ে সমতা ফেরান কাসেমিরো।
প্রথমার্ধে অত্যন্ত গতিময় ফুটবল খেলে রোনাল্ডো বিহীন ইউনাইটেড। প্রতিপক্ষের গতিময় ফুটবলে তখন নাভিশ্বাস উঠে গিয়েছে চেলসি ডিফেন্ডারদের। এদিন ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনাল্ডোকে খেলাননি এরিক টেন হাগ। বিরতির পর অবশ্য ম্যান ইউ তাদের গতিময় ফুটবল ধরে রাখতে পারেনি। সেই সুযোগে চেলসিও ম্যাচে কিছুটা হলেও কামব্যাক করে।
ম্যাচের প্রথমার্ধ ০-০ অবস্থায় শেষ হয়। ৫৬তম মিনিটে অবামেয়াংকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে উল্টেই পায়ে চোট পান রাফায়েল ভারানে। চোটের কারণে বেশ কিছুটা সময় মাঠেই পড়ে থাকেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে কান্না ভেজা চোখে মাঠ ছাড়তে হয় ফ্রান্সের নির্ভরযোগ্য ডিফেন্ডারকে। ইউনাইটেড ২৭তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মার্কাস রাশফোর্ড।
প্রথমার্ধে গোল লক্ষ্য করে আটটি শট নেয় ইউনাইটেড। চারটি লক্ষ্যে রাখতে সমর্থ হয়েছিল ইউনাইটেড।বিরতির পর খেলা আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে। ৭৩তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি পায় চেলসি। শালাবাহর হেডে বল ক্রসবারে লেগে বেড়িয়ে যায়। ৮৪তম মিনিটে চেলসির নবীন ফরোয়ার্ড আরমান্দোকে ইউনাইটেড ডিফেন্ডার স্কট ম্যাকটমিনে ডি-বক্সে ফাউল করে বসেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন জর্জিনিয়ো। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে নাটকীয়ভাবে ম্যাচ থেকে ইউনাইটেডকে পয়েন্ট এনে দেন কাসেমিরো। লুক শ’য়ের পাস থেকে লাফিয়ে হেড করে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকল চেলসি। পাঁচ নম্বরে থাকা ইউনাইটেডের পয়েন্ট ২০। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আর্সেনাল।
অন্যদিকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-১ গোলে হারিয়ে দেয় ম্যাঞ্চেস্টার সিটি। ফলে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে তাদের ঝুলিতে থাকল ২৬ পয়েন্ট। তিন নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের ঝুলিতে রয়েছে ২৩ পয়েন্ট। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে লিভারপুল। শনিবার প্রিমিয়র লিগের ম্যাচে জুর্গেন ক্লপের দল হেরে গিয়েছে এই মুহূর্তে লিগের পয়েন্ট তালিকায় একেবারে নীচের দিকে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তাইও আয়োনি। ম্যাচে হারের ফলে ১৬ পয়েন্ট নিয়ে লিভারপুল থাকল সপ্তম স্থানে।
For all the latest Sports News Click Here