শেষ ৭ বলে ৬ বাউন্ডারি! পন্তের স্টাইলে ‘প্যান্টাস্টিক’ সিরিজ জয় ভারতের
ন’ওভারে দরকার ছিল ২৪ রান। সেখান থেকে শেষ সাত বলে ছয়টি চার মেরে ভারতকে ম্যাচ জেতালেন ঋষভ পন্ত। সেই ম্যাচ জয়ের ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও জিতে গেল ভারত।
আরও পড়ুন: IND vs ENG 3rd ODI: হার্দিক-পন্তের সাঁড়াশি আক্রমণে ব্রিটিশ সাম্রাজ্য দখল ভারতের
রবিবার ম্যাঞ্চেস্টার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে ২৫৯ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ৭৪ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে টিম ইন্ডিয়াকে টানতে থাকেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত। হার্দিক বেশি মেরে খেলছিলেন। ৩৫.৩ ওভারে হার্দিক আউট হওয়ার পর ম্যাচের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে দেন পন্ত। একদিনের ক্রিকেটে প্রথম শতরান পূরণ করেন। তারপরই আসে সেই ‘প্যান্টাস্টিক’ ইনিংস।
৪২ তম ওভারে যখন ডেভিড উইলি বল করতে আসেন, তখন ২৪ রান বাকি ছিল। প্রথম বলটা থাপ্পড় মেরে লং-অফ বাউন্ডারিতে পাঠান। বাউন্ডারি হজম করে পন্তকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেন উইলি। ভারতীয় তারকা যাতে জায়গা না পান, সেই চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। আবারও চার মারেন পন্ত। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলেও একই পরিণতি হয়। বাউন্ডারির বাইরে যায় বল। ষষ্ঠ বলে এক রান নেন পন্ত। তারপর ৪৩ তম ওভারে জো রুটের প্রথম বলেই রিভার্স সুইপে চার মারেন ভারতীয় তারকা। যিনি শেষপর্যন্ত ১১৩ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও নির্বাচিত হন।
For all the latest Sports News Click Here