শেষ হল ‘ব্লার’এর শ্যুটিং, নৈনিতালের এই বিখ্যাত জিনিস ব্যাগভর্তি করে ফিরলেন তাপসী
এবার সাইকোলজিক্যাল থ্রিলার ‘ব্লার’ নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন তাপসী পান্নু। এই ছবির সুবাদে প্রযোজক হিসেবেও এবার বি-টাউনে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। একেবারে টানা শ্যুট করে ইতিমধ্যেই এই ছবির সমস্ত শ্যুটিং সেরে ফেলেছেন তাপসী। এই ছবির শ্যুটিংয়ের সৌজন্যেই প্রায় ১ মাসের উপর ধরে নৈনিতালে ছিলেন এই বলি-নায়িকা। বর্তমানে অবশ্য তিনি নিজের বাড়ি ফিরে এসেছেন। তবে নৈনিতাল থেকে ছবির কাজ গুটিয়ে ফেরার সময় মোটেই খালি হাতে বাড়ি ফেরেননি তাপসী।
জানা গেছে, ব্যাগভর্তি করে বাড়ির সদস্যদের জন্য উপহার নিয়ে ফিরেছেন এই বলি-সুন্দরী। অভিনেত্রী ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ‘নৈনিতালে টানা অনেকদিন শ্যুটিং করার সুবাদে সেই জায়গার আশেপাশে অনেককিছুই চোখে পড়ত তাপসীর। নিজেও বেশ কিছু জায়গায় একা একা ঘুরেছেন। সেরকমই এক সময়ে তাপসীর চোখে পড়েছিল এই শহরের বিখ্যাত সুগন্ধি মোমবাতির উপর। একটি বিশেষ পদ্ধতিতে বানানোর ফলে দারুণ বিখ্যাত নৈনিতালের এই সুগন্ধি মোমবাতি। বিশ্বের বিভিন্ন প্রান্তে রফতানিওয়ে এই পণ্যসামগ্রীর। নৈনিতালে ঘুরতে আসা যেকোনও পর্যটকও নাকি এই শহর ছেড়ে যাওয়ার আগে নিজের ঝোলায় পুরে নেন এই সুগন্ধি মোমবাতি’।
এবার সাইকোলজিক্যাল থ্রিলার ‘ব্লার’ নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন তাপসী পান্নু। এই ছবির সুবাদে প্রযোজক হিসেবেও এবার বি-টাউনে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। একেবারে টানা শ্যুট করে ইতিমধ্যেই এই ছবির সমস্ত শ্যুটিং সেরে ফেলেছেন তাপসী। এই ছবির শ্যুটিংয়ের সৌজন্যেই প্রায় ১ মাসের উপর ধরে নৈনিতালে ছিলেন এই বলি-নায়িকা। বর্তমানে অবশ্য তিনি নিজের বাড়ি ফিরে এসেছেন। তবে নৈনিতাল থেকে ছবির কাজ গুটিয়ে ফেরার সময় মোটেই খালি হাতে বাড়ি ফেরেননি তাপসী।
জানা গেছে, ব্যাগভর্তি করে বাড়ির সদস্যদের জন্য উপহার নিয়ে ফিরেছেন এই বলি-সুন্দরী। অভিনেত্রী ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ‘নৈনিতালে টানা অনেকদিন শ্যুটিং করার সুবাদে সেই জায়গার আশেপাশে অনেককিছুই চোখে পড়ত তাপসীর। নিজেও বেশ কিছু জায়গায় একা একা ঘুরেছেন। সেরকমই এক সময়ে তাপসীর চোখে পড়েছিল এই শহরের বিখ্যাত সুগন্ধি মোমবাতির উপর। একটি বিশেষ পদ্ধতিতে বানানোর ফলে দারুণ বিখ্যাত নৈনিতালের এই সুগন্ধি মোমবাতি। বিশ্বের বিভিন্ন প্রান্তে রফতানিওয়ে এই পণ্যসামগ্রীর। নৈনিতালে ঘুরতে আসা যেকোনও পর্যটকও নাকি এই শহর ছেড়ে যাওয়ার আগে নিজের ঝোলায় পুরে নেন এই সুগন্ধি মোমবাতি’।
|#+|
সামান্য থেমে সেই সূত্র আরও জানিয়েছে, ‘ব্লার’ এর শ্যুটিং শেষ হওয়া মাত্র তাই আর দেরি করেননি তাপসী। ব্যাগভর্তি করে এই সুগন্ধি মোমবাতি কিনে নিয়েছিলেন তিনি। নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য এবং বন্ধুদের উপহার হিসেবে দেবেন বলে। সামনে যে ক্রিসমাস আসছে!’
প্রসঙ্গত, ‘ব্লার’ এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অজয় বেহল। ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘হান্টার’ ছবি খ্যাত অভিনেতা গুলশন দেবাইয়া-কেও।
For all the latest entertainment News Click Here