শেষ হয়ে যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি ১৪? অমিতাভের পোস্টে কীসের ইশারা
শেষ হয়ে যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি ১৪? বিগ বির ব্লগ পোস্টে তেমনই আভাস মিলল। তিনি জানালেন এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের এই সিজন ক্রমেই গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে। কী জানালেন অভিনেতা তাঁর ব্লগ? অমিতাভের কথায়, এই রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের দিন ফুরিয়ে আসছে। একই সঙ্গে তিনি জানান যে কীভাবে এই শোয়ে অংশ নেওয়া বিভিন্ন তারকা থেকে সাধারণ মানুষের গল্প, খেলার ধরণ দেখে উদ্বুদ্ধ হয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন।
সেই ২০০০ সালে প্রথমবারের জন্য কৌন বনেগা ক্রোড়পতি মঞ্চস্থ হয়। মাঝে ২২ বছর পেরিয়ে গেলেও, ১৪টি সিজন হয়ে গেলেও এই শোতে একটা জিনিস এক থেকে গিয়েছে, সেটা হল অমিতাভের সঞ্চালনা। কৌন বনেগা ক্রোড়পতি তাও বিগ বির সঞ্চালনা ছাড়া যেন ভাবাই যায় না! যদিও মাঝে তৃতীয় সিজনে কিং খানকে সঞ্চালনা করতে দেখা গিয়েছিল, কিন্তু বলাই বাহুল্য সেটা জমেনি। আসলে কিছু জিনিস থাকে যা যাঁকে দেখে আমরা অভ্যস্থ, বা যার কাজের ধরন মনে গেঁথে যায় তাঁর জায়গায় অন্য কাউকে ঠিক মানা যায় না। উদাহরণ হিসেবে বলা যায় মহিষাসুরমর্দিনী যেমন বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠ ছাড়া জমে না, কৌন বনেগা ক্রোড়পতিও অমিতাভ ছাড়া ভাবা যায় না। অন্যদিকে বাংলার দিদি নম্বর ওয়ানের শো রচনার সঞ্চালনা ছাড়া অকল্পনীয়। কিছু জিনিস, শোয়ের সঙ্গে ব্যক্তি জড়িয়ে যায়, যাঁকে ছাড়া সেটা ঠিক জমে ওঠে না।
কিন্তু কৌন বনেগা ক্রোড়পতি শেষ হয়ে যাওয়ার বিষয় নিয়ে অমিতাভ তাঁর ব্লগে কী লিখলেন? অভিনেতা লেখেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি শেষ হওয়ার দিন এগিয়ে আসছে। এই শোয়ের সমস্ত কলাকুশলীরা এখন থেকেই মন খারাপ করছে যে এতদিনের রুটিন পাল্টে যেতে চলেছে। কিন্তু আশা করি আমরা আবার শীঘ্রই ফিরে আসব।’
তিনি এই পোস্টে আরও লেখেন, ‘ এই শোতে অংশ নেওয়া সমস্ত প্রতিযোগী, সেলিব্রিটিদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লেগেছে, তাঁদের থেকে অনেক কিছু শেখা গিয়েছে। তাঁর আমাদের দেশের জন্য, সমাজের জন্য কত কিছুই করেছেন।’ তিনি আরও জানান ‘তাঁদের সবার থেকেই আমি কিছু না কিছু শিখেছি। আর এই শিক্ষাগুলো নিয়েই এগিয়ে চলব যা আগামীতে আমাদের আরও ভালো কাজ করতে, নিজেদের কমিটমেন্টের প্রতি অটুট থাকতে সাহায্য করবে।’
অমিতাভকে শেষবার ‘উঁচাই’ ছবিতে দেখা গিয়েছিল। সুরজ বরজাতিয়ার এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন অনুপম খের, বোমান ইরানি, সারিকা, পরিণীতি চোপড়া, নাফিসা আলি, ড্যানি ডেনজংপা, নীনা গুপ্ত, প্রমুখ।’ তাঁকে আগামীতে ‘প্রজেক্ট কে’-তে দেখা যাবে প্রভাস এবং দীপিকার সঙ্গে।
For all the latest entertainment News Click Here