শেষ রাউন্ডে বাজিমাত অন্ধ্রর, রঞ্জি থেকে ছিটকে গেল ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য শেষ ম্যাচে মুম্বইয়ের দরকার ছিল অন্তত ৩ পয়েন্ট। অন্যদিকে মহারাষ্ট্র যদি অন্তত ৩ পয়েন্ট সংগ্রহ করত, তবে তারা নক-আউটের টিকিট হাতে পেত। সম্মুখসমরে দুর্ভাগ্য তাড়া করে বেড়ায় মুম্বই-মহারাষ্ট্র দু’দলকে। ড্র ম্যাচের প্রথম ইনিংস টাই হওয়ায় উভয় দলের কেউই ৩ পয়েন্ট সংগ্রহ করে নিতে পারেনি। ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় মুম্বই ও মহারাষ্ট্রকে। ফলে শেষ আটের টিকিট হাতে পায়নি দু’দলের কেউই।
অন্যদিকে লিগের শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে বাজিমাত করে অন্ধ্রপ্রদেশ। তারা শেষ ম্য়াচে অসমকে এক ইনিংস ও ৯৫ রানে হারিয়ে দেয়। ইনিংসে জয়ের সুবাদে তারা বোনাস-সহ ৭ পয়েন্ট পকেটে পোরে এবং কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। ভাগ্য এক্ষেত্রে সঙ্গ দেয় অন্ধ্রর। কেননা, কোয়ার্টারে যেতে তাদের ৭ পয়েন্টও যথেষ্ট হতো না, যদি না মুম্বই বনাম মহারাষ্ট্র ম্যাচে উভয় দল ১ পয়েন্টে আটকে যেত।
গ্রুপে তিন দলের পয়েন্ট সংখ্যা সমান হয়ে যায়। সৌরাষ্ট্র, অন্ধ্র ও মহারাষ্ট্র, তিন দলের সংগ্রহে থাকে ২৬ পয়েন্ট করে। তবে সৌরাষ্ট্র বেশি বোনাস পয়েন্ট সংগ্রহ করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়। তুলনায় বেশি বোনাস পয়েন্টের নিরিখেই অন্ধ্র টেক্কা দেয় মহারাষ্ট্রকে এবং গ্রুপে দ্বিতীয় স্থানে থাকে।
আরও পড়ুন:- INDw vs NZw U19 WC: ঝোড়ো অর্ধশতরান শ্বেতার, বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস ভারতের
রঞ্জির এলিট-বি গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. সৌরাষ্ট্র: ম্যাচ-৭, জয়-৩, ড্র-২, হার-২, পয়েন্ট-২৬
২. অন্ধ্র: ম্যাচ-৭, জয়-৪, ড্র-১, হার-২, পয়েন্ট-২৬
৩. মহারাষ্ট্র: ম্যাচ-৭, জয়-৩, ড্র-৪, হার-০, পয়েন্ট-২৬
৪. মুম্বই: ম্যাচ-৭, জয়-৩, ড্র-২, হার-২, পয়েন্ট-২৪
৫. তামিলনাড়ু: ম্যাচ-৭, জয়-২, ড্র-৪, হার-১, পয়েন্ট-২১
৬. দিল্লি: ম্যাচ-৭, জয়-২, ড্র-৩, হার-২, পয়েন্ট-১৭
৭. অসম: ম্যাচ-৭, জয়-১, ড্র-৩, হার-৩, পয়েন্ট-১১
৮. হায়দরাবাদ: ম্যাচ-৭, জয়-০, ড্র-১, হার-৬, পয়েন্ট-১
আরও পড়ুন:- Ranji Trophy: হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলা, কোয়ার্টার ফাইনালের পথে মনোজদের সঙ্গী উত্তরাখণ্ড
মুম্বই বনাম মহারাষ্ট্র ম্যাচের ফল:-
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র তাদের প্রথম ইনিংসে ৩৮৪ রান তোলে। কেদার যাদব ১২৮ রান করেন। ৫ উইকেট নেন মোহিত আবস্তি। পালটা ব্যাট করতে নেমে মুম্বইও তাদের প্রথম ইনিংসে ৩৮৪ রান তোলে। ১৪৫ রান করেন প্রসাদ পাওয়ার। ৩টি উইকেট নেন প্রদীপ দাধে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র ২৫২ রান তোলে। ৭৫ রান করেন আজিম কাজি। ৪টি উইকেট নেন শামস মুলানি। শেষ ইনিংসে মুম্বই ৬ উইকেটে ১৯৫ রান তুললে ম্য়াচ ড্র ঘোষিত হয়। ৬৫ রান করেন দিব্যাংশ সাক্সেনা। ২টি উইকেট নেন সিদ্ধেশ বীর। ড্র ম্যাচে প্রথম ইনিংস টাই হয়। কোনও দল প্রথম ইনিংসে লিড নিতে না পারায় উভয় দল ১ পয়েন্ট করে ঘরে তোলে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here