শেষ মুহূর্তে সেন্সর জটিলতা, শুক্রবার মুক্তি পাচ্ছে না সোহম-সায়নীর LSD?
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সোহম চক্রবর্তী নালিশ জানাচ্ছিলেন দেব, শুভশ্রী, শ্রাবন্তীরা নাকি তাঁর লাল সুটকেস নিয়ে ঘুরতে চলে গিয়েছেন! হ্যাঁ, অভিনেতা-প্রযোজক সোহমের আসন্ন ছবি ‘লাল সুটকেসটা দেখেছেন’ (LSD)।বাংলা ছবির এমন অভিনব প্রচার নজর কেড়েছিল সবার। শুক্রবার মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে শেষ মুহূর্তে মুক্তি জটে LSD। প্রযোজনা সংস্থার তরফে অভিযোগের তির সেন্সর বোর্ডের দিকে। তাঁদের দাবি সেন্সর সার্টিফিকেট নিয়ে গড়িমসি করছে সিবিএফসি।
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ছবির পিআর টিম জানায়, এখনও সেন্সর সার্টিফিকেট হাতে আসেনি, তাই আগামিকাল মুক্তি পাবে এই ছবি। এই নিয়ে বিকাল ৪টের সময় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকও ডাকেন প্রযোজক সোহম, যদিও সংবাদ মাধ্যমের কাছে আমন্ত্রণ পৌঁছানোর মিনিট খানেকের মধ্য়ে সেন্সর বোর্ডের তরফে সার্টিফিকেট পৌঁছায় প্রযোজনা সংস্থার হাতে। ‘নির্মমভাবে ছবিটির কণ্ঠ রোধ করতে চাইছেন তাঁরা’, দাবি প্রযোজনা সংস্থার।
সোহম এন্টারটেনমেন্টের তরফে জানানো হয়েছে , দীর্ঘদিন আগেই ছবিটি সেন্সর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। সেইসময় ছবি থেকে সাত-আট’টি সংলাপ বাদ দিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জানানো হয় ছবির টাইটেল ট্র্যাক থেকেও বেশকিছু শব্দ বাদ দিতে হবে। যা শুনে রীতিমতো আশ্চর্য হয়েছিল সকলেই। অনিচ্ছা সত্ত্বেও সিবিএফসি-র নির্দেশ মতো সবরকম পরিবর্তন এনে ছবি জমা দেওয়া হয় সার্টিফিকেশনের জন্য। কিন্তু মুক্তির ২৪ ঘন্টা আগেও সেই সার্টিফিকেট হাতে আসেনি।
পরিচালক সায়ন্তন ঘোষালের ‘লাল সুটকেসটা দেখেছেন’ (LSD) ছবিতে অভিনয় করেছেন তৃণমূল বিধায়ক সোহম, ছবির প্রযোজকও তিনি। অন্যদিকে নায়িকার ভূমিকায় রয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এক সাক্ষাৎকারে সায়নী তোপ দেখে আগেই বলেছেন, ‘গেরুয়া তিলক কাটা লোক সেন্সর শাসন করছে, ছবিতে রাধে রাধে বলা যাবে না, LSD-ও বলা যাবে না’।
এখন প্রশ্ন হল নির্দিষ্ট দিনে কি মুক্তি পাচ্ছে সোহম-সায়নীর ‘LSD’? পিআর টিমের তরফে জানানো হয়েছে, ‘এই মাত্র সার্টিফিকেট এসেছে। আমরা সবটা খতিয়ে দেখছি, মুক্তির চেষ্টা চলছে। মুক্তি পেলেও নন্দন-সহ একাধিক হলে আর জায়গা হবে না। কম হলে মুক্তি পাবে LSD, এটা আমাদের সঙ্গে অন্যায়’।
আরও পড়ুন-সেরার আসন ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’? নম্বর বাড়ল মিতুলের, ফের ব্যর্থ মিঠাই!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here