শেষ মিনিটে আর্জেন্তিনাকে বোকা বানাল নেদারল্যান্ডস! টিকে রইল বিশ্বকাপে: ভিডিয়ো
ওটাই সম্ভবত শেষ সুযোগ ছিল নেদারল্যান্ডসের কাছে। ওটা ফস্কে দিলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হত। আর সেই মুহূর্তে আর্জেন্তিনাকে দাঁড় করিয়ে চরম বোকা বানাল নেদারল্যান্ডস। সেইসঙ্গে ১০১ মিনিটে সমতা ফিরিয়ে অতিরিক্ত সময় নিয়ে গেল ম্যাচ।
শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্তিনা। ৮৩ মিনিটে একটি গোল শোধ করেন ওয়াউট ওয়েঘর্টস। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ১০ মিনিটের ইনজুরি টাইম দেওয়া হলেও বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে ছিল নেদারল্যান্ডস। একেবারে শেষলগ্নে বক্সের বাইরে আনাড়ি ফাউল করে আর্জেন্তিনা। কিছুক্ষণ আগে ওরকম জায়গা থেকেই আর্জেন্তিনার ‘ওয়ালে’ আছড়ে পড়েছিল নেদারল্যান্ডসের ফ্রি-কিক।
তবে এবার নেদারল্যান্ডস যা করে, তাতে হতবাক হয়ে যান সকলে। নেদারল্যান্ডসের কাছে শেষ সুযোগ পেয়ে বড় শটের ফ্রি-কিকের জন্য তৈরি হতে থাকেন সকলে। তৈরি হয় আর্জেন্তিনার ‘ওয়াল’-ও। কিন্তু রেফারি বাঁশি বাজাতেই পুরো হতবাক হয়ে যান লিওনেল মেসিরা। বড় শট না মেরে আর্জেন্তিনার ওয়ালের মধ্যেই থাকা ডাচ খেলোয়াড়দের উদ্দেশ্যে ছোটো পাস দেন কুপমেনার্স। ঠিক কী হচ্ছে, তা বুঝে ওঠার আগেই বক্সের মধ্যে থেকে আর্জেন্তিনার জালে বল জড়িয়ে দেন ওয়েঘর্টস।
সেই গোলের ফলে নেদারল্যান্ডস-আর্জেন্তিনা ম্যাচের খেলার ফল ২-২ হয়ে যায়। কিছুক্ষণ পর নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। আপাতত অতিরিক্ত সময়ের খেলা চলছে। তবে তারইমধ্যে নেদারল্যান্ডসের সেই দ্বিতীয় গোলে মুগ্ধ হয়েছেন সকলেই। ভাইরালও হয়ে গিয়েছে সেই অবিশ্বাস্য গোলের ভিডিয়ো। কেউ ভাবতেই পারছেন না, ওরকম চাপের মুহূর্তে কীভাবে ওরকম একটা চাল খেললেন কুপমেনার্স।
For all the latest Sports News Click Here