শেষ বৈঠকে মাস্টারস্ট্রোক, মহিলা IPL-কে সিলমোহর দিয়ে পদ ছাড়লেন সৌরভ
প্রায় দেড় দশকের স্বপ্নপূরণ হতে চলেছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় অনুমোদন পেয়ে গেল মহিলা আইপিএল। অর্থাৎ মহিলা আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বুমরাহের চোট থেকে পিচের হাল, দায়িত্ব নিয়েই কড়া কথা বললেন BCCI সভাপতি রজার বিনি
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১ তম বার্ষিক সাধারণ সভার শেষে সংক্ষিপ্ত একটি বিবৃতিতে বলা হয়, ‘মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ক্ষেত্রে অনুমোদন দিয়েছে (বোর্ডের) সাধারণ সভা।’ তবে মহিলা আইপিএলে কতগুলি দল থাকবে, কোন সময় খেলা হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে আপাতত বোর্ডের তরফে জানানো হয়নি।
এমনিতে ২০২৩ সাল থেকে যে মহিলা আইপিএল হতে চলেছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গত মাসে রাজ্য সংস্থাগুলিকে লেখা চিঠিতে সৌরভ বলেছিলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত মহিলা আইপিএল নিয়ে কাজ করছে বিসিসিআই। আগামী বছরের শুরুতেই প্রথম মরশুম শুরু করার বিষয়ে আশা করছি।’ সেই চিঠি পাঠানোর এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে মহিলা আইপিএলে সিলমোহর পড়ে গেল।
আরও পড়ুন: BCCI AGM: পদ গেলেও অক্ষুণ্ণ গরিমা, রজার বিনির প্রতি শুভেচ্ছাবার্তায় মন জয় সৌরভের
মহিলা আইপিএলের দাবি
২০০৮ সাল থেকে পুরুষদের আইপিএল শুরু হয়েছে। তবে মহিলাদের আইপিএল নিয়ে দীর্ঘদিন কোনও উচ্চবাচ্য করেনি ভারতীয় বোর্ড। পরবর্তীতে ২০১৭ সালের মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের সাফল্যের মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু করা হয়েছিল। তবে তাতে মাত্র তিনটি দল থাকত। নমো-নমো করে সেই টুর্নামেন্ট হত। ২০২০ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মহিলা আইপিএলের দাবি আরও জোরালো হয়। গতবার স্টেডিয়ামে অনেকেই ‘উই ওয়ান্ট উইমেনস আইপিএল, উই ওয়ান্ট উইমেনস আইপিএল (মহিলাদের আইপিএল চাই)’ স্লোগান তুলেছিলেন।
For all the latest Sports News Click Here