শেষ বলে রিঙ্কুর চারে জিতেছিল KKR, PBKS হারতে কেঁদেই ফেলেছিলেন আর্শদীপ সিং
শুভব্রত মুখার্জি: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে এখনও প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেছিলেন এই মরশুমে কেকেআরের ত্রাতা রিঙ্কু সিং। একদিকে কেকেআরকে জিতিয়ে যখন আনন্দে ভাসেন রিঙ্কু, তখন উল্টোদিকে ধরা পড়ে সম্পূর্ণ আলাদা দৃশ্য। পঞ্জাবকে ম্যাচে ফিরিয়েও শেষ রক্ষা করতে না পারার দুঃখ যেন গ্রাস করেছে আর্শদীপকে। তাঁর কান্না ভেজা চোখ ধরা পড়ে যায় ব্রডকাস্টারদের ক্যামেরায়।
আরও পড়ুন… আন্তর্জাতিক পর্যায়ে আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে চান অজি অধিনায়ক প্যাট কামিন্স
প্রথমে ব্যাট করে কেকেআর-এর বিরুদ্ধে ১৭৯ রান করে পঞ্জাব। অধিনায়ক শিখর ধাওয়ান ৫৭ রানের একটি দুরন্ত ইনিংস উপহার দেন। ফলে কেকেআরের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮০ রান। কেকেআর অধিনায়ক নীতীশ রানা ৫১ রানের একটি দুরন্ত ইনিংস খেলে দলকে ম্যাচের লড়াইয়ে রাখেন নীতীশ রানা। একটা সময়ে কেকেআরের দরকার ছিল ৪ ওভারে ৫১ রান। যেহেতু পিচ খুব বেশি ব্যাটিং সহায়ক ছিল না, ফলে চাপে ছিল কেকেআর। এই সময়েই রুদ্রমূর্তি ধারণ করেন আন্দ্রে রাসেল। নাথান এলিসকে এক ওভারে ১৫ রান নেন। এর ঠিক পরের ওভারে স্যাম কারানকে তিনটি বিরাট ছক্কা হাঁকিয়ে ম্যাচের রঙ বদলে দেন রাসেল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
শেষ ওভারে ম্যাচ জিততে কেকেআরের প্রয়োজন ছিল ৬ বলে ৭ রান। ওভারটি করেন আর্শদীপ সিং। শেষ বলের আগে পর্যন্ত সবকটি বল সঠিক জায়গায় করেছিলেন আর্শদীপ। একটি বলেও তাঁকে চার বা ছয় মারতে পারেনি কেকেআর ব্যাটাররা। পঞ্চম বলে রাসেলকে রান আউট করে পঞ্জাব কিংস।ম্যাচের শেষ বলে জয়ের জন্য দুই রান বাকি ছিল কেকেআরের। সেই বলে আর্শদীপকে লেগ সাইডে চালিয়ে খেলে চার মারেন রিঙ্কু। ফলে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নেয় কেকেআর। কেকেআর সতীর্থরা দৌড়ে মাঠে চলে আসেন।রিঙ্কুর সঙ্গে জয় উদযাপন করতে থাকেন। সেই সময়েই ব্রডকাস্টারদের ক্যামেরাতে ধরা পড়ে আর্শদীপের দু চোখ জলে ভরে গেছে। পরে হাউহাউ করে কাঁদতে দেখা যায় তাঁকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here