শেষ পর্যন্ত ব্যর্থ চিমাকে ছেড়ে দিল এসসি ইস্টবেঙ্গল
অনেক আশা জাগিয়ে এবার ড্যানিয়েল চিমা সই করেছিলেন এসসি ইস্টবেঙ্গলে। অনেকেই ভেবেছিলেন দারুণ একটা কিছু করবেন নাইজেরিয়ান স্ট্রাইকার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ ওলে গানার সোলজারের কোচিংয়ে মোল্ডেতে খেলেছিলেন চিমা। তবে এবারে লাল-হলুদ জার্সি গায়ে ড্যানিয়েল চিমা ছাপ ফেলতে পারেননি। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা চিমা লাল-হলুদ জার্সিতে গোল করেছেন দু’টি। ওড়িশার কাছে এসসি ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল ৬-৪ গোলে। সেই ম্যাচে লাল-হলুদ বাহিনীর হয়ে দু’টি গোল করেছিলেন চিমা।
তবে আইএসএল চলাকালীনই ফুটবল বিশেষজ্ঞরা মনে করেছিলেন চিমাকে ছেড়ে দেওয়া হবে। কারণ মাঠে ম্যাচ চলাকালীন চিমার খেলার ধরণ দেখে অনেকেই সমালোচনা করেছেন। চিমার বল ধরা থেকে হল ডিসট্রিবিউশন সবেতেই ভুল ধরা পড়েছে। শোনা গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল-মুম্বই সিটি ম্যাচের পরই ছেড়ে দেওয়া হবে তাঁকে। সেই মতো শনিবার তিনি লাল-হলুদ শিবির ছাড়লেন। ব্যর্থ হয়েই তাঁকে এদেশ ছাড়তে হল। নিজের নামের মর্জাদা দিতে ব্যর্থ হলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। কারণ তাঁর বহু আগে তিন প্রধানে দাপিয়ে খেলেছিলেন চিমা ওকোরি। দুই চিমার মধ্যে নামের মিল থাকলেও, দুজনের খেলার মিল কেউই খুঁজে পেলেন না।
চিমার আগে স্পেনীয় কোচ মানোলো দিয়াজ ক্লাব ছেড়েছেন। ব্যর্থ বিদেশিদের ভিড়ে একমাত্র পেরোসেভিচই নজর কেড়েছেন। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন এসসি ইস্টবেঙ্গলের ক্রোট ফুটবলার। সেই ম্যাচের রেফারিকে ধাক্কা মারার জন্য পেরোসেভিচকে ৫ ম্যাচ নির্বাসিত করা হয়েছে। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা। সূত্রের খবর, সেই শাস্তি কমানোর আবেদন করেছে এসসি ইস্টবেঙ্গল। এদিকে দলের দায়িত্ব নেওয়ার জন্য মারিও রিভেরা গোয়ায় চলে এসেছেন। এখন তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করছেন রেনেডি সিং। মুম্বই সিটির মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করেছে রেনেডির দল। চলতি মরশুমে এখনও পর্যন্ত জয় অধরা লাল-হলুদের।
For all the latest Sports News Click Here