শেষ পর্যন্ত নীরবতা ভাঙল ICC, এই দেশে অনুষ্ঠিত হবে T20 World Cup 2024
শুক্রবার, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সম্পর্কে একটি বড় খবর সামনে এসেছিল। সেই খবরে বলা হয়েছিল যে আমেরিকায় এই মেগা ইভেন্টের আসর বসতে পারে। তবে সেখানে যে এখনও পরিকাঠামো প্রস্তুত করা সম্ভব হয়নি, সেটা বুঝতে পেরেছে আইসিসি। সেই কারণেই এই ইভেন্টকে ইংল্যান্ডে স্থানান্তরিত করতে চলেছে আইসিসি। এমনটাই মনে করেছিল বিশ্ব ক্রিকেট মহল। কিন্তু এ বিষয়ে বহু দিন চুপ ছিল আইসিসি।
এবার নিজেদের নীরবতা ভেঙে দিয়ে একটি প্রতিবেদন দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসি জানিয়েছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করবে। আগামী বছরের জুনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসির পাশাপাশি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবিও বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন… দ্রাবিড় কিংবদন্তি ক্রিকেটার কিন্তু কোচ হিসেবে বিগ জিরো! অনেকের মনের কথা বলে দিলেন পাক প্রাক্তনী
Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, ECB-এর একজন মুখপাত্র বলেছেন, ‘এই রিপোর্টের কোনও সত্যতা নেই যে আইসিসি ২০২৪ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্থানান্তরিত করবে। যেহেতু ইভেন্টটি আইসিসি দ্বারা সংগঠিত, তাই তাদের বক্তব্যকে বাধ্যতামূলক এবং চূড়ান্ত হিসাবে বিবেচনা করা উচিত।’ একইসঙ্গে আইসিসির একজন সদস্য এই খবরে বলেছেন, ‘২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই ইভেন্টটি জুনে অনুষ্ঠিত হবে, শুধুমাত্র ইংল্যান্ডই এর অন্য সম্ভাব্য ভেন্যু। যদি কেউ ইসিবিকে জিজ্ঞাসা করে যে এটি ২০২৪ সালে এই ইভেন্টটি আয়োজন করতে চায়, তাহলে কোন স্পষ্ট উত্তর থাকবে না। তাই সম্ভাবনা তৈরি হয় না।’
আরও পড়ুন… ভিডিয়ো: রবীন্দ্র জাদেজার প্রতিশোধের খেলা! জাড্ডুর বলে ট্রেভিস হেড প্রথমে ছয় মারেন, দেখুন তারপর কী হল
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টটি হবে নতুন ফর্ম্যাটে। আগামী বছর অনুষ্ঠিত মেগা ইভেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করবে এবং মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসি নিশ্চিত করেছে যে ইভেন্টের প্রস্তুতি ইতিমধ্যেই চলছে এবং ভেন্যু পরিদর্শন সম্পন্ন হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসর পর্যন্ত, প্রথম রাউন্ডের পরে সুপার-১২ পর্ব এবং তারপর সেমিফাইনালের দলগুলি নির্ধারণ করা হয়েছিল। তবে এবার ২টি দলের পরিবর্তে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে এবং সেখান থেকে কোয়ালিফাই করতে প্রতিটি গ্রুপের শীর্ষ-২ দলকে সুপার-৮-এ স্থান দেওয়া হবে। সুপার-৮-এ আবার দুটি গ্রুপ গঠন করা হবে যাতে চারটি করে দল রাখা হবে এবং উভয় গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here