‘শেষ তিনটি ওভার আবার দেখলাম,’ টুইট Google CEO সুন্দর পিচাইয়ের, ট্রোলারকেও জবাব
মেলবোর্নে (MCG) ৯০ হাজার ভক্তদের সামনে ভারত-পাকিস্তান থ্রিলার। গোটা ক্রিকেট বিশ্বই যেন এখনও সেউ উত্তেজনার রেশ থেকে বের হতে পারছে না। বিরাট কোহলির বিস্ময়কর পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ সকলেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন নাটকীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এই জয় যে সকলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে বলছেন, দেশবাসীর জন্য এটি বিরাট কোহলির দীপাবলির উপহার ছিল।
গুগলের সিইও সুন্দর পিচাই-ও এই উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী ছিলেন। সুন্দর পিচাই এমনিতেই বেশ ক্রিকেটপ্রেমী। ফলে গুগল সিইও-র চূড়ান্ত ব্যস্ততার মাঝেও এই ম্যাচ মিস করেননি তিনি। শুধু তাই নয়, শেষ তিনটি ওভারের মুগ্ধতা থেকে এখনও বের হতে পারেননি সুন্দর পিচাই। আর সেই কারণে সোমবারও ফের শেষ তিন ওভার চালিয়ে দেখেন সুন্দর পিচাই। আরও পড়ুন : T-20 World Cup 2022: ‘অসাধারণ পারফরম্যান্স’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বিরাটদের শুভেচ্ছা মোদীর
সত্যিই, এ যেন যতবারই দেখা হয়, আশ মেটে না!
সুন্দর পিচাই টুইটারে লেখেন, ‘শুভ দীপাবলি! প্রত্যেকের বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটুক সেই কামনা করি। আজ শেষ তিন ওভার আরও একবার দেখে সেলিব্রেট করলাম। কী দারুণ খেলা আর পারফরম্যান্স #Diwali #TeamIndia #T20WC2022 ।’
এদিকে টুইটার মানেই তো তা ট্রোলারে পরিপূর্ণ। আর তারা সুন্দর পিচাইকেও রেয়াত করে না। সম্ভবত কোনও পাকিস্তানের সমর্থক কমেন্ট করে খোঁচা দেন। তিনি লেখেন, ‘প্রথম তিন ওভারও দেখবেন।’
আসলে অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুলের উইকেট হারিয়ে ভারতের ইনিংসের খারাপ শুরুর কথা মনে করিয়ে দেন ওই ট্রোলার। তবে তিনি গুগলের সিইও বলে কথা। তাঁকে ট্রোল করা অত সহজ নয়। সঙ্গে সঙ্গে পাল্টা, মজার রিপ্লাই দিয়ে দেন সুন্দর পিচাই। আর তাতে যেন নিজেই ট্রোল হয়ে গেলেন পাকিস্তানের ট্রোলার।
তিনি উত্তরে বলেন, ‘সেটাও করেছি, ভুবি এবং আর্শদীপের কী দারুণ কামাল।’
অর্থাত্, উল্টে ম্যাচের শুরুতে পাকিস্তানের প্রথম ৩ ওভার ব্যাটিংটাকেই ইঙ্গিত করেন সুন্দর পিচাই। ফলে ট্রোলার নিজেই ট্রোল হয়ে যান।
এরপর ট্রোল-পাল্টা ট্রোল ও হাসাহাসির বন্যা শুরু হয়ে যায়। এক টুইটার ব্যবহারকারী তো সুন্দর পিচাইকে RSS-এর গুণ্ডা বলে দাবি করে গুগল থেকে অপসারণের আর্জিও জানান। সম্ভবত মজা করেই এমনটা বলেছেন তিনি। তবে সেটি নিয়েও কম জলঘোলা হয়নি।
পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমেই বোলিং করেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। আর সেই প্রথম চার ওভারেই তারকা ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজমকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেয় ভারত। তবে ইফতিকার আহমেদ (৫১) এবং শান মাসুদের (৫২) অর্ধশতরানের কারণেই সামান্য একটু মানরক্ষা হয় পাকিস্তানের। আরও পড়ুন: ‘তুমিই আসল রাজা!’, বিরাটকে নিয়ে মাতামাতি কার্তিক-শাহিদ-ভিকিদের, কে কী লিখলেন?
শুরুতে পাকিস্তানের বোলিং মন্দ ছিল না। ফলে কিছু অপরিকল্পিত শট এবং রান নেওয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতার মতো সমস্যা হচ্ছিল ভারতের। তবে সেখানেই হিরোর ভূমিকায় অবতীর্ণ হন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পাঁচ নম্বর উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ করে জয় ছিনিয়ে আনেন তিনি। নয় তো সত্যি বলতে ৩১-৪ অবস্থায় অনেক ভারতীয়ই চোখ বন্ধ করে ফেলেছিলেন। আর তখনই নিজের পরিচয় আরও একবার দিলেন বিরাট। দেখালেন, এভাবেও ফিরে আসা যায়।
For all the latest Sports News Click Here