শেষ ওভারে ৩ রান, ২ উইকেট, নটরাজনের দুরন্ত বোলিংয়ের মধ্যেই দারুণ ক্যাচ সামাদের
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত ফিল্ডিং করলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা। এদিন ম্যাচে ১১.২ ওভারে নীতীশ রানার দুর্দান্ত ক্যাচ ধরে প্রশংসা কুড়িয়েছেন সানরাইজার্স অধিনায়ক এডেন মার্করাম। তাঁর অবিশ্বস্য ক্যাচ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সেই তালিকায় নাম লেখালেন আব্দুল সামাদ। ম্যাচের একেবারে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ক্যাচ ধরলেন তিনি। যা এবারের আইপিএলের অন্যতম সেরা ক্যাচ গুলির মধ্যে অবশ্যই জায়গা করে নেবে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয় কেকেআর। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। ৩১ বলে ৪২ রান করেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ৩টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। মার্করামের দুর্দান্ত ক্যাচে ড্রেসিংরুমে ফিরে যান নাইট অধিনায়ক।
শুধু তাই নয়, এদিন অর্ধশতরান হাতছাড়া করেন রিঙ্কু সিংও। এই টুর্নামেন্ট নাইটদের ধারাবাহিক পারফরম্যান্স করা রিঙ্কু সিং ৩৫ বলে ৪৬ রানে ফিরে যান। তিনি সংগ্রহ করেন ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি। সামাদের হাতে ক্যাচ দিয়ে চলে যান এই ব্যাটার। ক্যাচ ধরতে কোনও রকম ভুল করেননি তিনি। বলা ভালো তিনিও ডাইভ মেরে ক্যাচটি ধরে নেন। সামাদের ক্যাচ ধরার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শেষ ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন টি নটরাজন। ১৯.২ ওভারে সেট হওয়া রিঙ্কু সিং এবং ঠিক পরের বলেই হর্ষিত রানাকে ফিরিয়ে দেন তিনি। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন নটরাজন। ৬ বলে মাত্র ৩ রান দেন এই সান বোলার। সেই সঙ্গে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। ১৭১ রানে থামতে হয় কেকেআরকে। তবে এদিন নাইটদের টপ অর্ডার পুরোপুরি ভাবে ব্যর্থ। জেসন রয়ের সঙ্গে ওপেন করতে নামা রহমানউল্লাহ গুরবাজ খাতা না খুলেই ফিরে যান। কেকেআরের ওপেনিং সমস্যা যে এখনও মেটেনি তা বলার অপেক্ষা রাখে না। এমনকী বেঙ্কটেশ আইয়ারও এদিন রান পাননি। ৪ বলে মাত্র ৭ রান করে ফিরে যান তিনি। পাশাপাশি ওপেন করতে নামা আরও এক ক্রিকেটার জেসন রয় ১৯ বলে ২০ রান করেন। তাঁর সংগ্রহে মাত্র ৪টি বাউন্ডারি। নাইটদের টপ অর্ডার যে এই ম্যাচেও ব্যর্থ তা বলার অপেক্ষা রাখে না। তবে অধিনায়ক কিছুটা হলেও দলকে ভরসা দিয়ে যান।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here