শেষ ওভারে ১৩ রান দরকার ছিল SRH-র, মাত্র ৫ রান দিয়ে DC-কে জেতালেন বাংলার মুকেশ
শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল সানরাইজার্স হায়দরাবাদের। সেই প্রবল চাপের মুহূর্তে মাত্র পাঁচ রান খরচ করে দিল্লি ক্যাপিটালসকে জেতালেন বাংলার ছেলে মুকেশ কুমার। সেই দুর্ধর্ষ ওভারের সুবাদে সানরাইজার্সকে সাত রানে হারিয়ে এবার আইপিএলে দ্বিতীয় জয় ছিনিয়ে নিলেন ডেভিড ওয়ার্নাররা। তবে সেই জয়ের ফলে লিগ টেবিলে কোনও উত্থান হল না দিল্লির। সাত ম্যাচে দুটি জয়ের ফলে চাপর পয়েন্ট নিয়ে লিগে টেবিলের একেবরে শেষে থাকল রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়দের দল।
সোমবার সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না মুকেশ। বোলিংয়ের সময় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে তাঁকে নামানো হয়। তৃতীয় ওভারে সাত রান দেন। তারপর তাঁকে ফের ১৮ তম ওভারে আক্রমণে নিয়ে আসেন ওয়ার্নার। সেই ওভারে ১৫ রান দেন বাংলর পেসার। তারপরও ২০ তম ওভারে তাঁর উপর আস্থা রাখেন দিল্লির অধিনায়ক। ইশান্ত শর্মার এক ওভার পড়ে থাকলেও বাংলার ছেলের হাতে বল তুলে দেন ওয়ার্নার। যে সিদ্ধান্ত নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হলেও দুর্দান্ত ২০ তম ওভার করে মুকেশ বুঝিয়ে দিলেন যে কেন তাঁকে বেছে নেন দিল্লির অধিনায়ক।
আরও পড়ুন: SRH vs DC: ১৬ ডট বল, ৪ ওভারে দিলেন মাত্র ১১ রান, এবার IPL-এ নজির গড়লেন ‘বসে যাওয়া’ ভুবি!
মুকেশ কুমারের শেষ ওভার
১) ১৯.১ ওভার: সপ্তম স্টাম্পে বল। গতিবেগ ঘণ্টায় ১৩৮ কিলোমিটার। কভার সুইপারের দিকে বল ঠেলে দু’রান নেন ওয়াশিংটন সুন্দর।
২) ১৯.২ ওভার: ষষ্ঠ স্টাম্পে ওয়াইড ইয়র্কার। থার্ডম্যানের দিকে বল পাঠানোর চেষ্টা ওয়াশিংটনের। বলে ব্যাট ঠেকাতে পারলেন না। কোনও রান হয়নি।
৩) ১৯.৩ ওভার: চতুর্থ স্টাম্পে ফুল বল মুকেশের। মারার জায়গা দিচ্ছেন না। লং-অনের দিকে বল ঠেলে এক রান ওয়াশিংটনের।
আরও পড়ুন: SRH vs DC: মাঠেই পুরনো বন্ধু ভুবির পায়ে হাতে ওয়ার্নারের! অবিশ্বাস্য অভ্যর্থনা হায়দরাবাদের
৪) ১৯.৪ ওভার: গোড়ালির গোড়ায় লো ফুলটস। গতিবেগ ঘণ্টায় ১৪১ কিলোমিটার। ডিপ মিড-উইকেটে বল ঠেলে এক রান মার্কো জানসেনের।
৫) ১৯.৫ ওভার: ১৯.৫ ওভার: মিডল ও লেগস্টাম্প লাইনে ফুল বল। ডিপ মিড-উইকেটে বল ঠেলে এক রান ওয়াশিংটনের। তবে দু’রানের জন্য ঝাঁপানোর সুযোগ ছিল। হাল ছেড়ে দেয় সানরাইজার্স।
৬) ১৯.৬ ওভার: মিডল স্টাম্পে ইয়র্কার। মিড-অফের দিকে শট জানসেন। কোনও রান নিলেন না। সাত রানে জয় দিল্লির।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here