শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে IPL-এ যুবরাজের নজির স্পর্শ রাসেলের, সামনে এবার ধোনি
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল -এর মরশুমের শুরুটা খারাপ হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে মরশুম যত এগোতে শুরু করেছে তত যেন তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা হারাতে শুরু করেছে। নিজেদের শেষ ম্যাচেও তারা অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লির কাছে বিশ্রীভাবে হেরেছে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাটিং ব্যর্থতার কারণেই হারতে হয়েছে কলকাতাকে। তবে এতকিছুর মধ্যেও কেকেআরের জন্য যেটা ভালো খবর, তা হল তাদের তারকা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ব্যাট হাতে ফর্মে ফেরার একটা ঝলক দেখিয়েছেন। আর দিল্লি ম্যাচে কলকাতার ইনিংসের শেষ ওভারে অর্থাৎ ২০ তম ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে রাসেল স্পর্শ করে ফেলেছেন যুবরাজ সিং-এর রেকর্ড।
আরও পড়ুন… IPL 2023: ময়াঙ্ককে আউটের পর ক্লাসেনকে ‘রক্তচক্ষু’ দেখালেন জাড্ডু
আইপিএল -এর ইতিহাসে ২০ তম ওভারে তিন বা তার বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় ঢুকে পড়েছেন আন্দ্রে রাসেল। আইপিএল কেরিয়ারে এই নিয়ে তিনি এই নিয়ে দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করলেন। আর তার সঙ্গে সঙ্গেই স্পর্শ করে ফেললেন যুবরাজ সিং-এর রেকর্ড। যিনি আইপিএলের মঞ্চে এই কৃতিত্ব দুবার অর্জন করতে পেরেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি তাঁর আইপিএল কেরিয়ারে ইনিংসের শেষ ওভারে তিন বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন চারবার। চলতি আইপিএলের ২৮ তম ম্যাচে এই নজির গড়ে দ্রে রাস শুধু যুবরাজ সিং নয়, স্পর্শ করেছেন ডেভিড মিলার এবং হার্দিক পান্ডিয়াকেও।
আরও পড়ুন… CSK vs SRH: ‘এত কঠিন ক্যাচ ধরলাম, তবু পুরস্কার দিলে না কেন?’ মজার ছলে সঞ্চালককে সরাসরি প্রশ্ন ধোনির- ভিডিয়ো
প্রসঙ্গত কেকেআর তাদের শেষ ম্যাচেও দিল্লির কাছে হেরেছে চার উইকেটে। দিল্লি আবার চলতি মরশুমে তাদের ষষ্ঠ ম্যাচে তাদের প্রথম জয় তুলে নিয়েছে। এ দিনের ম্যাচে কলকাতার হয়ে আন্দ্রে রাসেল শেষ ওভারে ওই তিনটি ছক্কা না হাঁকালে কেকেআর বোলাররা নূন্যতম লড়াই করার পুঁজিটুকুও পেতেন না। দ্রে রাসেল দুরন্ত হিটিংয়ে ভর করেই সে দিন নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান করতে সক্ষম হয়েছিল কেকেআর। যদিও সে দিনের ম্যাচে তা যথেষ্ট রান ছিল না। যা মেনে নিয়েছেন স্বয়ং কেকেআর অধিনায়ক নীতিশ রানাও।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
আসুন একনজরে দেখে নেওয়া যাক আইপিএলে ইনিংসের শেষ ওভারে তিন বা তার বেশি ছক্কা হাঁকানো তারকাদের তালিকা:
১) মহেন্দ্র সিং ধোনি: ৪
২) রোহিত শর্মা: ৩
৩) কায়রন পোলার্ড: ৩
৪) আন্দ্রে রাসেল: ২
৫) যুবরাজ সিং: ২
৬) ডেভিড মিলার : ২
৭) হার্দিক পান্ডিয়া: ২
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here