শেষ ওভারে চূড়ান্ত নাটক, সন্দীপের নো-বলে RR-এর জয়ের উচ্ছ্বাস বদলাল হারের বিষাদে
শুরু থেকেই পাল্লা ভারি ছিল রাজস্থান রয়্যালসের। তবে ম্যাচের শেষ ২ ওভারে মোড় ঘুরিয়ে দেয় হায়দরাবাদ। নাটকীয় শেষ ওভারে রাজস্থানের মুখের গ্রাস ছিনিয়ে ২ পয়েন্ট পকেটে পোরে সানরাইজার্স।
জয়পুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
নিশ্চিত শতরান হাতছাড়া করেন জোস বাটলার। তিনি ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৯৫ রান করে আউট হন। হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন স্যামসনও। তিনি ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া ওপেন করতে নেমে যশস্বী জসওয়াল ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৫ বলে ৭ রান করে নট-আউট থাকেন শিমরন হেতমায়ের।
জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয়। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৭ রান তুলে ম্যাচ জিতে যায়।
জয়ের জন্য শেষ ২ ওভারে ৪১ রান দরকার ছিল হায়দরাবাদের। ১৯তম ওভারে কুলদীপ যাদবের বলে পরপর ৩টি ছক্কা ও ১টি চার মারেন গ্লেন ফিলিপস। যদিও ওভারের পঞ্চম বলে আউট হন তিনি। শেষ বলে ২ রান নেন মারকো জানসেন। সেই ওভারে ২৪ রান ওঠে। সুতরাং শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল সানরাইজার্সের।
আরও পড়ুন:- RR vs SRH: নিখুঁত ইয়র্কারের সঙ্গে নির্ভুল DRS, দেখুন কীভাবে বাটলারের নিশ্চিত শতরান কেড়ে নেন ভুবনেশ্বর- ভিডিয়ো
শেষ ওভারে সন্দীপ শর্মার প্রথম চারটি বলে ১টি ছক্কা মারার পাশাপাশি ২টি দুই ও ১টি এক রান নেন আব্দুল সামাদ। পঞ্চম বলে সিঙ্গল নেন জানসেন। জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল হায়দরাবাদের। সামাদ লং-অফ ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়ায় রাজস্থান ম্যাচ জিতে গিয়েছে বলে উৎসব শুরু করে দেন সমর্থকরা। তবে তাঁদের হতাশ হতে হয় পরক্ষণেই। কেনান সন্দীপ শর্মা নো-বল করায় বেঁচে যান সামাদ।
পরিবর্তিত পরিস্থিতিতে শেষ বলে জয়ের জন্য ৪ রান দরকার ছিল সানরাইজার্সের। শেষ বলে ছক্কা মেরে হায়দরাবাদকে ম্যাচ জেতান সামাদ। ৪ রানে ম্যাচ জেতার বদলে ৪ উইকেটে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় স্যামসনদের।
আরও পড়ুন:- RR vs SRH: তারুণ্যের আস্ফালনে পৃথ্বীর রেকর্ড ভেঙে চুরমার করলেন যশস্বী, অল্পের জন্য টপকানো হল না পন্তকে
সানরাইজার্সের হয়ে ৩৪ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন অভিষেক শর্মা। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ২৯ বলে ৪৭ রান করেন রাহুল ত্রিপাঠী। ২৫ বলে ৩৩ রান করেন আনমোলপ্রীত সিং। ১২ বলে ২৬ রানের যোগদান রাখেন এনরিখ ক্লাসেন। ৫ বলে ৬ রান করে আউট হন ক্যাপ্টেন এডেন মার্করাম। ৭ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন গ্লেন ফিলিপস। ৭ বলে ১৭ রান করে নট-আউট থাকেন আব্দুল সামাদ। ২ বলে ৩ রান করেন মারকো জানসেন।
রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিলেও দল হারায় ব্যর্থ হয় তাঁর লড়াই। অশ্বিন নেন ১টি উইকেট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here