শেষ ওভারের চাপটা দারুণভাবে সামলেছে সে- ব্রেট লির গলায় অর্জুন তেন্ডুলকরের প্রশংসা
সচিন তেন্ডুলকরকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়, এবার তাঁরই ছেলে অর্জুন তেন্ডুলকর আইপিএল-এ অভিষেক করেছেন। মঙ্গলবার ১৮ এপ্রিল, আইপিএল ২০২৩-এ সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে দারুণ বোলিং করেছিলেন অর্জুন তেন্ডুলকর। এই ম্যাচে অর্জুন নিজের প্রথম আইপিএল উইকেটও শিকার করেছিলেন। এরপর তাঁর বোলিংয়ের প্রশংসা করছেন অনেক অভিজ্ঞ। এবার অর্জুন তেন্ডুলকরের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ব্রেট লি।
ব্রেট লি বলেছেন যে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অর্জুন নিজেকে নিখুঁতভাবে তুলে ধরেছেন। তিনি চাপটা সুন্দরভাবে সামলেছেন। সেই শেষ ওভারে মাত্র ৫ রানে আইপিএলে প্রথম উইকেট পান। অর্জুন তেন্ডুলকরকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ব্রেট লি মনে করেন এটি একটি ইতিবাচক, শুধু তার খেলাকে শক্তিশালী করবে।
আরও পড়ুন… ভালো ব্যাটিংয়ের জন্য ফ্যাফকে কৃতিত্ব দিয়ে শুকনো পিচ নিয়ে তোপ দাগলেন কোহলি
জিও সিনেমা নিয়ে কথা বলার সময় ব্রেট লি বলেছিলেন যে অর্জুন খুব সুন্দরভাবে চাপ সামলালেন। সেই শেষ ওভারে মাত্র ৪-৫ রান দিয়ে প্রথম উইকেট পান তিনি। ব্রেট লি বলেন, ‘ওকে (অর্জুন তেন্ডুলকর) অভিনন্দন, তবে আমি আগেই বলেছিলাম যে শেষ পর্যন্ত যাই ঘটুক না কেন, ডেথ ওভারে বোলিংয়ের অভিজ্ঞতা আলাদা, আমি আশা করি এটি ইতিবাচক এবং খেলায় তাঁকে শক্তি জোগাবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
ব্রেট লি আরও বলেন, ‘তিনি একটি ওয়াইড লাইন ইয়র্কার বল করার চেষ্টা করেছিলেন এবং তিনি এটি খুব ভালো করেছিলেন। এটা সত্যিই কঠিন ছিল, সে তাঁর দ্বিতীয় ম্যাচ খেলছিল। পুরো দল তাঁর ওপর ভরসা করে ছিল, সেটা অবশ্যই তাঁর কাছে চাপের ছিল এবং তিনি অবশ্যই চাপে ছিলেন। সে খুব ভালো করেছে এবং তিনি নিজের খেলায় আরও উন্নতি করবেন।’
আরও পড়ুন… PBKS vs RCB, IPL 2023: ১৫০ শেষ পঞ্জাবের ইনিংস, ২৪ রানে জিতল বিরাটের ব্যাঙ্গালোর
আমরা আপনাকে বলি যে অর্জুন তেন্ডুলকরকে ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু তিনি দুই বছর খেলার সুযোগ পাননি। তবে ২০২৩ সালের আইপিএলে খেলার সুযোগ পান তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেই ম্যাচে একটিও উইকেট পাননি অর্জুন। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় শেষ ওভারে ভুবনেশ্বর কুমারকে আউট করে আইপিএল-এ প্রথম উইকেট শিকার করেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here