শেষ এক বছর ব্যাট হাতে ভালো খেলছি, সেই আত্মবিশ্বাসটা সাহায্য করেছে: অক্ষর প্যাটেল
শুভব্রত মুখার্জি: নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার তুলনায় ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। ১৪৪ রানের লিড নিয়েছে তারা। প্রথম দিনে ভারতের নায়ক যদি হন রবীন্দ্র জাদেজা। তবে দ্বিতীয় দিনে ভারতের অন্যতম নায়ক অক্ষর প্যাটেল। দিনের শেষ বেলায় রবীন্দ্র জাদেজার সঙ্গে অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন তিনি। দিনের শেষে অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন তিনি। দুরন্ত ইনিংস খেলে অক্ষর প্যাটেল জানিয়ে দিলেন শেষ ১ বছর ধরে ব্যাট হাতে ভালো খেলছেন তিনি। সেই আত্মবিশ্বাসটা তাঁকে আজ সাহায্য করেছে।
আরও পড়ুন… হিট রোহিত থেকে ফ্লপ রাহুলের পারফরমেন্স, মুখ খুললেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর
অক্ষর জানিয়েছেন, ‘শেষ ১ বছর ধরে ব্যাট হাতে ভালো খেলছি। সেই আত্মবিশ্বাসটা সাহায্য করেছে আমাকে। আমার টেকনিকের বিষয়ে আমি সবসময় আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম আমি টেকনিক্যালি খুব শক্তিশালী। আমি আমার ব্যাটিং টেকনিক নিয়ে ও কাজ করেছি। যখন সময় পাই,যখন ব্রেক পাই তখন আমি ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করতে সময় পাই। কোচিং স্টাফদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তাঁরা আমাকে সবসময় বলে ব্যাট হাতে আমার ভালো কিছু করার ক্ষমতা রয়েছে। এই উইকেটে (নাগপুরে) আপনি যখন প্রথম ব্যাট করতে নামেন তখন ব্যাট করাটা একটু কঠিন। তবে এই উইকেটে সময় কাটানোর পরে ব্যাটিং অনেকটাই সহজ হয়ে যায়। জাদেজার সঙ্গে আমার যে আলোচনাটা হয়েছিল তা হল ফোকাস নষ্ট করা যাবে না। গতকাল পর্যন্ত আমরা যদি ব্যাট করতে পারি তাহলে পিচ কিছুটা ভালো খেলবে বলে আশা রাখছি। এরপর যখন আমরা বোলিং করতে আসব তখন আমরা পিচ থেকে সাহায্য পাব (হাসি)।’
আরও পড়ুন… IND vs AUS: ধোনি-কোহলি কেউ পারেননি, নাগপুর টেস্টে সেঞ্চুরি করে বিরল রেকর্ড রোহিতের
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩২১। লিড ১৪৪ রানের। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। দুজনের অবিচ্ছেদ্য জুটিতে ইতিমধ্যেই উঠেছে ৮১ রান। দুজনেই অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন। রবীন্দ্র জাদেজা ১৭০ বল খেলে ৬৬ রানে অপরাজিত রয়েছেন । তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার। অক্ষর প্যাটেল ১০২ বল খেলে ৫২ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here