‘শেষবারের জন্য…’ শ্যুটিং শেষ হতেই আবেগপ্রবণ হলেন বিশ্বাবসু, কী লিখলেন ফেসবুকে
নতুন ধারাবাহিকের আগমনে বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। নতুন বছর শুরুর আগেই থমকে যাচ্ছে সাত্যকি উর্মির পথ চলা। মাত্র দেড় বছরের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে এই পথ যদি না শেষ হয়ের পথ। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এই ধারাবাহিকের শ্যুটিং। আর সেই দিনের কথা স্মরণ করে অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন।
এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে বিশ্বাবসু ভিকির চরিত্রে অভিনয় করছিলেন। তাঁর এই ধারাবাহিকের সফর কেমন ছিল সেটাই তাঁর লেখায় উঠে এল। অভিনেতা তাঁর পোস্টে জি বাংলাকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘ধন্যবাদ জি বাংলা, শ্রমনা ঘোষ, স্বর্ণেন্দু সমাদ্দার, প্রান্তিক বসু, সৌভিক চক্রবর্তী আমাকে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে কাজ করতে দেওয়ার জন্য। ভিকির চরিত্র দেওয়ার জন্য। এই সফরটা খুব সুন্দর ছিল।’ একই সঙ্গে তিনি জানান, ‘আমি আমার পরিচালকদেরও ধন্যবাদ জানাচ্ছি, অয়ন সেনগুপ্ত এবং অমল দা তোমরা ভীষণ ভালো শিক্ষক।’
তিনি তাঁর সহ অভিনেতাদের ধন্যবাদ জানান, জানান তাঁদের সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত। দর্শকদেরও ধন্যবাদ জানাতে ভোলেন না তিনি তাঁর চরিত্র, এই শোটিকে ভালোবাসা দেওয়ার জন্য।
এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে মিশমি দাস, হৃতিক মুখোপাধ্যায়, অন্বেষা হাজরা, দ্বৈপায়ন দাস, প্রদীপ ধর, পায়েল দেব, অর্কজ্যোতি পাল চৌধুরী, কুণাল বন্দোপাধ্যায়, প্রমুখকে দেখা যাচ্ছে। অন্বেষা উর্মির চরিত্রে অভিনয় করছিলেন, এবং সাত্যকির চরিত্রে ছিলেন হৃতিক মুখোপাধ্যায়। আগামী নয় তারিখ শেষবার ছোটপর্দায় দেখা যাবে এই ধারাবাহিক।
গতকাল এই পথ যদি না শেষ হয় নিয়ে মিশমিকেও ফেসবুকে পোস্ট করতে দেখা যায়। তিনি সেই পোস্টে জানান তিনি অন্বেষাকে মোটেই মিস করবেন না। এই ধারাবাহিকে যতই তাঁদের মধ্যেই সাপে নেউলে সম্পর্ক দেখানো হোক আদতে সেটা যে বড়ই মিষ্টি এবং সুন্দর সম্পর্ক সেটা আর বলার অপেক্ষা রাখে না।
For all the latest entertainment News Click Here