‘শেফালিকে ভড়কে দিল মারুফা’, IND-BAN ম্যাচে নিম্নমানের সম্প্রচার, হতাশ নেটপাড়া
‘টেনে খেলতে গিয়ে আত্মহুতি দিলেন জেমিমা রদ্রিগেজ’, ‘শেফালি বর্মাকে ভড়কে দিয়েছেন মারুফা’, ‘এই শটগুলি বাঁধিয়ে রাখার মতো’- মীরপুরে ভারত ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্যকারদের এরকম মন্তব্য শুনে হতবাক হয়ে গেলেন নেটিজেনরা। কেউ কেউ তো হাসি থামাতে পারেননি। শুধু তাই নয়, সম্প্রচারের মান নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রচারের মান একেবারেই ভালো ছিল না। কোনও কোনও নেটিজেনের মতে, ধারাভাষ্য এবং সম্প্রচার থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে কতটা তাচ্ছিল্যের সঙ্গে একটি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ম্যাচের আয়োজন করলেও একাংশের মতে, এই নিম্নমানের সম্প্রচারের দায় এড়াতে পারে না ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।
আরও পড়ুন: IND vs BAN 1st T20I: দাপুটে হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের, বাংলাদেশকে দুরমুশ করে সিরিজ শুরু ভারতের
রবিবার মীরপুরে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের আগে দু’দেশের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যে ম্যাচ বিসিবির বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে সম্প্রচারিত হয়। কিন্তু সম্প্রচারের মান নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আর পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে যেভাবে সম্প্রচার করা হয়, তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি বিসিবি।
আরও পড়ুন: Mashrafe Bin Mortaza and Tamim Iqbal: বাংলাদেশের সত্যিকারের ক্যাপ্টেন! তামিম অবসর ভেঙে ফেরার পর ‘হিরো’ হলেন মাশরাফি
কখনও কখনও ভারত-বাংলাদেশ ম্যাচ দেখে মনে হচ্ছিল যে ঘরোয়া ক্রিকেটেও সম্প্রচারের মান এর থেকে ভালো থাকে। কয়েকবার তো মনেই হবে যে খেলাটা দেখাতে হবে বলে স্রেফ দেখানো হচ্ছে। আর পাঁচটা আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচারে যেমন বাঁধন থাকে, তার লেশমাত্র ভারত-বাংলাদেশের ম্যাচে দেখা যায়নি। প্রোডাকশনের মান যে অত্যন্ত খারাপ ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সেই নিম্নমানের সম্প্রচারের মধ্যেই ধারাভাষ্য নিয়ে হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। যে সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে মহিলা ক্রিকেট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, সেইসময় ধারাভাষ্যে যে সব শব্দ চয়ন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক নেটিজেন বলেন, ‘টেনে খেলতে গিয়ে আত্মহুতি দিলেন জেমিমা রদ্রিগেজ, শেফালি বর্মাকে ভড়কে দিয়েছেন মারুফা। কখনও ভাবিনি যে আন্তর্জাতিক ক্রিকেটে এরকম জিনিসপত্র শুনতে পাব।’ অপর একজন বলেন, ‘অবাঙালিদের জন্য খুব কষ্ট হচ্ছে। যাঁরা এই ম্যাচের সম্প্রচার দেখছেন।’
তারইমধ্যে এক নেটিজেন বলেন, ‘এই জন্য ইংরেজি এবং হিন্দি কমেন্ট্রি প্যানেল-সহ ভারতীয় সম্প্রচারকারীদের প্রয়োজন আছে। এটার ক্ষেত্রে বিসিসিআইয়ের পক্ষে সওয়াল করতে পারবেন না। বলতে পারবেন না যে এই সিরিজটা আয়োজনের দায়িত্ব নেই বিসিসিআই। এটা পুরুষদের সিরিজ হলে এরকম কখনও হত না। যাই হোক, আমি এই বাংলা এবং ইংরেজির ধারাভাষ্য মজা করছি।’
For all the latest Sports News Click Here