শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আর্জেন্তিনা-নেদারল্যান্ডসের বিরুদ্ধে, তদন্ত শুরু করল ফিফা
কাতার বিশ্বকাপ থেকে ইতিমধ্যে নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ছিটকে গিয়েছেন। তবে লিওনেল মেসির আর্জেন্তিনা দাপটের সঙ্গেই টিকে রয়েছে। তারা ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় আর্জেন্তিনা। তবে এই ম্যাচ জিতলেও, তীব্র বিতর্কে জড়িয়ে গিয়েছেন মেসিরা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচেই বিপক্ষের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়ান আর্জেন্তিনার ফুটবলাররা। আসলে রেফারি বারবার হলুদ কার্ড দেখিয়ে ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছিলেন। একটা সময়ে আর্জেন্তিনা এবং নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিশেষ করে ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলারদের কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। নিঃসন্দেহে এত রেফারিরও বড় ভূমিকা ছিল।
আরও পড়ুন: ভিডিয়ো- WC-এর স্বপ্নে ইতি,দলকে জেতাতে না পেরে বাচ্চাদের মতো কেঁদে ভাসালেন রোনাল্ডো
আর্জেন্তিনার মার্কোস আকুনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। মেসি নিজেও নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গালের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্তিনাকে ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পুরো বিষয়টি মোটেও ভালো ভাবে নিচ্ছে না ফিফা। তারা শনিবার জানিয়েছে, আর্জেন্তিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে মেসিদের। ফিফা জানিয়েছে, আর্জেন্তিনার ফুটবলাররা নিয়মভঙ্গ করেছেন।
আরও পড়ুন: মেসি-ম্যাজিক আর টিমগেম- দুইয়ের যুগলবন্দিতে স্বপ্ন সাজাচ্ছে আর্জেন্তিনা
তবে এ ক্ষেত্রে শুধু আর্জেন্তিনা নয়, পাশাপাশি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তদন্ত করা হবে। দুই দেশের ফুটবল সংস্থাকেই ১৬ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ ১৮ হাজার টাকা) জরিমানা করা হতে পারে। যদি আলাদা করে আর্জেন্তিনার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়, তা হলে তাদের জরিমানার অঙ্ক বাড়তে পারে।
শুক্রবার লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ২-২ গোলে ম্যাচ ড্র হওয়ার পর, অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তাতেও ফল অমীমাংসিত থাকলে টাইব্রেকার হয়। আর টাইব্রেকারে ডাচদের ৪-৩ গোলে হারান মেসিরা। এই ম্যাচে রেফারি মোট ১৮টি কার্ড দেখিয়ে রেকর্ড করেন। সাধারণত কোনও দল পাঁচটি হলুদ কার্ড দেখলেই, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে থাকে ফিফা।
For all the latest Sports News Click Here