শুরু হয়ে গেছে কাউন্টডাউন, বিয়ের আগে নতুন ঘর সাজাতে ব্যস্ত ভিকি-ক্যাটরিনা
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসেই চার হাত এক করতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ।জোর ফিসফাস, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরা-র বিলাসবহুল রিসর্টেই তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। মুখে কিছু না বললেও তা অস্বীকার করা হয়নি কোনও পক্ষের তরফেই। তবে খবর যে একেবারে ফাঁপা কিংবা জেলো নয় তা বোঝা গেল ভিকি কৌশলের কেনা নতুন ফ্ল্যাট সাজানোর দায়িত্ব যখন নিজের হাতে নিলেন ক্যাট।
জুহুতে একটি বহুতলের আবাসনের নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি কৌশল। আবাসনের গোটা আট তলা জুড়েই নাকি রয়েছে ভিকির এই নতুন অ্যাপার্টমেন্ট। জানিয়ে রাখা ভালো, তাঁদের নতুন পড়শি হতে চলেছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। এবার জোরকদমে শুরু হয়ে গেছে ভিকির ওই অ্যাপার্টমেন্টে ইন্টিরিয়র ডেকরেশনের কাজ। জানা গেছে, বিয়ের পর এখানেই নাকি সংসার পাতবেন ভিকি-ক্যাট। তাই তো তাঁদের এই নতুন আস্তানা সাজিয়ে তোলার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন বলি-সুন্দরী।
ফ্ল্যাটের অন্দরসজ্জার খুঁটিনাটি বিষয় নাকি নিজে জরিপ করে দেখছেন ক্যাট। সূত্রের খবর, কাজের ফাঁকে নাকি মাঝেমধ্যেই এই ফ্ল্যাটে পৌঁছে যাচ্ছেন ক্যাটরিনা। কতটা কাজ এগোল, বলামতো কাজ হচ্ছে নাকি সব নিজে ঘুরে ঘুরে দেখছেন। আবার কখনও কখনও নাকি ক্যাটরিনার সঙ্গে এখানে হাজির হয়ে যান ভিকিও।
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসেই চার হাত এক করতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ।জোর ফিসফাস, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরা-র বিলাসবহুল রিসর্টেই তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। মুখে কিছু না বললেও তা অস্বীকার করা হয়নি কোনও পক্ষের তরফেই। তবে খবর যে একেবারে ফাঁপা কিংবা জেলো নয় তা বোঝা গেল ভিকি কৌশলের কেনা নতুন ফ্ল্যাট সাজানোর দায়িত্ব যখন নিজের হাতে নিলেন ক্যাট।
জুহুতে একটি বহুতলের আবাসনের নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি কৌশল। আবাসনের গোটা আট তলা জুড়েই নাকি রয়েছে ভিকির এই নতুন অ্যাপার্টমেন্ট। জানিয়ে রাখা ভালো, তাঁদের নতুন পড়শি হতে চলেছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। এবার জোরকদমে শুরু হয়ে গেছে ভিকির ওই অ্যাপার্টমেন্টে ইন্টিরিয়র ডেকরেশনের কাজ। জানা গেছে, বিয়ের পর এখানেই নাকি সংসার পাতবেন ভিকি-ক্যাট। তাই তো তাঁদের এই নতুন আস্তানা সাজিয়ে তোলার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন বলি-সুন্দরী।
ফ্ল্যাটের অন্দরসজ্জার খুঁটিনাটি বিষয় নাকি নিজে জরিপ করে দেখছেন ক্যাট। সূত্রের খবর, কাজের ফাঁকে নাকি মাঝেমধ্যেই এই ফ্ল্যাটে পৌঁছে যাচ্ছেন ক্যাটরিনা। কতটা কাজ এগোল, বলামতো কাজ হচ্ছে নাকি সব নিজে ঘুরে ঘুরে দেখছেন। আবার কখনও কখনও নাকি ক্যাটরিনার সঙ্গে এখানে হাজির হয়ে যান ভিকিও।
|#+|
For all the latest entertainment News Click Here