শুরু হল পুরানো খেলা! অনুরোধের মোড়কে বিনিয়োগকারী সংস্থার দিকে বল ঠেলল ইস্টবেঙ্গল
মঙ্গলবারই তড়িঘড়ি কার্যকরী কমিটির বৈঠক ডাকাল ইস্টবেঙ্গল ক্লাব। বৈঠকের পরে নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামির উদ্দেশ্যে ক্লাবের তরফে একটি চিঠি লেখা হয়। সেই চিঠি আবার সংবাদ মাধ্যমের কাছেও পাঠান হয়। এ যেন চাপের সেই পুরানো খেলা শুরু হয়ে গেল। একদিন আগেই ক্লাবকে চিঠি দিয়েছিল ক্লাবের প্রাক্তন ফুটবলাররা। তারা জানিয়েছিলেন ভালো দল গঠন না হলে আইএসএলে দল নামানোরই দরকার নেই। এরমধ্যেই একে একে দলের ফুটবলাররা ক্লাব ছাড়ছে। এরপরেই ক্লাবে বৈঠক ডাকা হয়। বৈঠকের পরে ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামির কর্তাদের দল গঠনের বিষয়ে দ্রুত হাত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ক্লাবের চুক্তিপত্র নিয়ে যে রকম আলোচনা চলছে তা চালিয়ে যাওয়া হোক। সমান ভাবে দল গঠনের বিষয়টিও যেন এগিয়ে নিয়ে যাওয়া হয়। দল গঠন থেকে নতুন বিনিয়োগকারী ইমামি গোষ্ঠীর সঙ্গে চুক্তি সই মসৃণ ভাবেই হবে। এমনই মনে করছেন ইস্টবেঙ্গল কর্তারা। মঙ্গলবার ক্লাবের কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ফুটবল সংক্রান্ত সমস্ত কাজ যত দ্রুত সম্ভব শেষ করা হবে।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলে ঝুঁকি না নিয়ে মহমেডানে সই করলেন আই লিগ জয়ী গোলরক্ষক শঙ্কর রায়
এদিকে আইএসএল-এর বাকি দল গুলোর স্কোয়াড গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে ইস্টবেঙ্গল এখনও চুক্তিপত্রও চূড়ান্ত করে উঠতে পারেনি। এমন অবস্থায় সকলেই পুরোনো আশঙ্কায় ভুগছেন। সদস্য-সমর্থকরাও চিন্তায় রয়েছেন। সমস্যায় পড়েছেন ক্লাবের ফুটবলাররাও। চুক্তি না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে বলায় ভবিষ্যৎ নিয়ে রীতিমত দুশ্চিন্তাগ্রস্ত তারা। মঙ্গলবার ক্লাব ছেড়ে মহমেডানে সই করেছেন শঙ্কর রায়ও। হীরা মন্ডল সহ বাকি ফুটবলাররাও বেশিদিন অপেক্ষা করতে রাজি নন। দিন গড়ালে দলবদলের বাজারে সকলের দর যে কমবে,সেই অবস্থা আঁচ করে অনেকেই শঙ্কিত।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলে ঝুঁকি না নিয়ে মহমেডানে সই করলেন আই লিগ জয়ী গোলরক্ষক শঙ্কর রায়
ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার এই মর্মে ইমামি গোষ্ঠীর কাছে আবেদন করেছেন। দল যাতে ভালো মানের হয়,তা নিশ্চিত করার অনুরোধও করেছেন। তবে সেই চিঠি প্রেসের সামনে তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলে ঝুঁকি না নিয়ে মহমেডানে সই করলেন আই লিগ জয়ী গোলরক্ষক শঙ্কর রায়
সদস্য-সমর্থক-প্রাক্তনদের চাপে ইস্টবেঙ্গল কার্যত বল ঠেলে দিল ইনভেস্টর ইমামির কোর্টে। ক্লাব কর্তাদের অনুরোধে শেষ পর্যন্ত বরফ গলবে কিনা, তা সময়ই বলবে। তবে ইস্টবেঙ্গল দল গঠনের জন্য ইমামিকে তড়িঘড়ি কাজ শুরু করার অনুরোধ দিলেও ইনভেস্টর সংস্থা সেই ডাকে কতদূর সাড়া দেবে, তা নিয়ে সংশয় থাকছেই।
For all the latest Sports News Click Here