শুরু ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর অগ্রিম বুকিং, পাঠানকে টক্কর দিতে পারবেন রণবীর?
রণবীর ও শ্রদ্ধা কাপুরের রেম্যান্টিক ড্রামা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পেতে চলেছে দোলের সপ্তাহে। যা নিসন্দেহে একটা ইতিবাচক দিক ছবির জন্য। আনন্দ এল রাইয়ের এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুর। ১০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং। শনিবার সন্ধের পর থেকে খুলে দেওয়া হয় ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর টিকিট বুকিং। সেই থেকে বেশ ভালোই ব্যবসা শুরু করেছে ছবিখানা।
রিপোর্ট অনুসারে, দিল্লি এনসিআর সার্কিটে ভালো সংখ্যায় অগ্রিম বুকিং করেছে এটি। যেহেতু সেটি একটি ছুটির দিন সেখানে। তবে মহারাষ্ট্র, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ বেল্টে প্রথম দিনে কম স্কোর হবে বলেই আন্দাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে, ৭০ হাজার টিকিটের অগ্রিম বুকিং হবে। প্রথম সপ্তাহান্তে ছবিখানা ৫ কোটি আয় করবে অগ্রিম বলে আশা রাখা যাচ্ছে। যদিও বাস্তব পরিস্থিতি ঠিক কতটা শুভ হয় এই রিল লাইফ জুটির জন্য তা সময়ই বলবে।
আপাতত চলতি বছরে বলিউড ছবির মধ্যে রেকর্ড সংখ্য়ায় আয় করেছে একমাত্র পাঠান। অন্য দিকে, অনেক আশা থাকলেও শেহজাদা আর সেলফির মতো ছবির হয়েছে ভরাডুবি। অন্য দিকে, রণবীরের ব্রহ্মাস্ত্র ঠিকঠাক ব্যবসা করলেও ‘শামশেরা’ হয়েছিল সুপার ফ্লপ।
‘তু ঝুটি ম্যায় মক্কার’ প্রচারের জন্য কোনও সুযোগ ছাড়ছেন না রণবীর কাপুর। এসেছিলেন কলকাতাতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বেনামে সোশ্যাল মিডিয়ায় থাকার কথা স্বীকার করে নিলেন তিনি। আসলে রণবীর কাপুরের কোনও অফিসিয়াল অ্য়াকাউন্ট নেই। অভিনেতা সম্প্রতি এই ব্যাপারে বলেছিলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় থাকা একটা বড় দায়িত্ব বলে মনে করি। এবং আমার ব্যক্তিত্ব খুবই বোরিং। সোশ্যাল মিডিয়াতে আপনাকে অবশ্যই মানুষকে বিনোদন দিতে হবে। আমি আমার জীবনে এই অতিরিক্ত চাপ চাই না আর তাই এর অংশ না হয়ে খুব খুশি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে, আপনাকে প্রতি বছর জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাতে হবে এবং আপনি যদি তা না করেন তবে ট্রোলিং কর মানুষ। সোশ্যাল মিডিয়াতে আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে যেখানে আমি আমার প্রিয় মানুষকে অনুসরণ করি। আমার কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার একটি বেনামী প্রোফাইল আছে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here