শুরুতেই মুখ থুবড়ে পড়ল ভারত, সুধীরমান কাপে তাইপের কাছে ৪-১-তে হার সিন্ধুদের
খারাপ সময় কাটছে না ভারতীয় টেনিস তারকা পিভি সিন্ধুর। সুধীরমান কাপের শুরুটা ভালো হলো না সিন্ধু জন্য। হতাশা জনক পারফরম্যান্স চাইনিজ তাইপের কাছে ১-৪ ব্যবধানে হার ভারতের। প্রাক্তন বিশ্বের এক নম্বর শাটলারের সঙ্গে ঠিক জমে উঠতে পারেননি ভারতের হয়ে অলিম্পিক্সে পদকজয়ী এই শাটলার।
হায়দরাবাদের ২৭ বছর বয়সী টেনিস তারকা যিনি ইদানিং নিজের সেরা ফর্মে নেই। উদ্বোধনী ম্যাচে বেশ লড়াই দিয়ে শুরু করলেও দীর্ঘ লড়াইয়ে হার মানেন পিভি। কিন্তু তাইতজুর কাছে ২১-১৪, ১৮-২১, ২১-১৭ ব্যবধানে হারেন তিনি। সিন্ধুর হারের সঙ্গে সঙ্গেই ৩-০ তে পিছিয়ে পড়ে ভারত।
সুধীরমান কাপের শুরুতে শুরুতে ভারতের তানিশা ক্রাস্টো ও কে সাই প্রতীক মিশ্র ডাবলসে প্রতিযোগিতায় ভালোভাবে শুরু করলেও এগিয়ে যেতে পারেনি ভারত। তারা ২১-১৮, ২৪-২৬ এবং ৬-২১ হেরে যায়। তাদের প্রতিপক্ষ ছিল ইয়াং পো-হসুয়ান এবং হুলিং ফ্যাং। এরপর বিশ্বের ৯ নম্বর প্লেয়ার এইচএস প্রণয় তাঁর নিজের ম্যাচ হেরে যান। ১৯-২১, ১৫-২১ ব্যবধানে বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনের কাছে হারেন। ফলে ভারত ০-২ তে পিছিয়ে পড়ে।
এরপরেই খেলতে নামেন পিভি সিন্ধু। তাঁর উপরেই ভারতকে জয় ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব ছিল। কিন্তু এই বিপুল চাপ নিয়ে খেলতে নামার পর নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি তিনি। তাঁর হারের সঙ্গে সঙ্গেই ফের পিছিয়ে পড়ে ভারত। এরপরেই ভারতের হারের যাত্রা শেষ হয়নি। সাত্ত্বিক সাইরাজ, রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি তারপরে পুরুষদের ডাবলসে লি ইয়াং এবং ইহং ওয়েইয়ের কাছে ১৩-২১,২১-১৭ এবং ১৮-২১ হেরে যায়। যার ফলে ভারত পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম চারটিতে হেরে যায়।
পরপর চারটে ম্যাচ হারার পর ভারতের হয়ে খেলতে নামেন ট্রিসা জলি এবং পি গায়ত্রী, গোপীচাঁদ। তারাই ভারতীয় দলকে হোয়াইটওয়াশ হওয়ার থেকে রক্ষা করেন। ২১-১৫, ১৮-২১ এবং ১৩-২১ থেকে লি চিয়া সিন এবং টেং চুন সানকে ফাকে মহিলা ডাবলসে হারায়।
প্রথম খেলায় তাই তজুকে অনেক ভালো খেলেও সিন্ধু দ্বিতীয় ম্যাচে গতি বাড়াতে সক্ষম হন। দ্বিতীয় ম্যাচে তাঁকে হারিয়ে ফের জয়ের রাস্তায় ফেরেন তিনি। সোমবার সি গ্রুপের দ্বিতীয় ম্যাচে কমনওয়েলথ গেমসের মিক্সড দলের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত।
For all the latest Sports News Click Here