শুরুতেই তাঁকে আক্রমণ করতে হবে- পূজারার জন্য অ্যারন ফিঞ্চের বিশেষ গেম প্ল্যান
অস্ট্রেলিয়া সীমিত ওভারের দলের প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৭ জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্থাৎ WTC-এর শিরোনাম ম্যাচের জন্য ভারতীয় দলকে বেছে নিয়েছেন। এই দলে তিনজন ফাস্ট বোলার ও দুই স্পিনারকে বেছে নিয়েছেন ফিঞ্চ। একই সময়ে, উইকেট-রক্ষক হিসাবে, তিনি কেএস ভরতের চেয়ে ইশান কিষাণকে পছন্দ করেছেন তিনি। এছাড়াও পূজারাকে নিয়ে অস্ট্রেলিয়া দলকে সতর্ক করেছেন ফিঞ্চ। আপনাদের বলে রাখি, ভারত টানা দ্বিতীয়বার WTC-এর ফাইনালে উঠতে পেরেছে। গতবার শিরোপা লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন… WTC 2023 Final-জামায় নেই অত্যাধিক বিজ্ঞাপন, নতুন জার্সিতে রোহিত-বিরাটদের ফটোশ্যুট
২০১৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে আলোচনা করতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘চেতেশ্বর পূজারা এত দিন (টেস্টের সময়) ব্যাট করেছেন। এর পরে আমাদের একটি ওডিআই সিরিজ ছিল। ছেলেরা বলেছিল, ‘যদি পূজারা ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করতে আসে, (আমরা বাড়ি চলে যাবো) কারণ সে শুধু সকলকে নীচে নামিয়ে দেয়।’ এরপরে পূজারা সম্পর্কে কথ বলতে গিয়ে অ্যারন ফিঞ্চ আরও বলেছেন, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আপনাকে তাঁকে তাড়াতাড়ি আক্রমণ করতে হবে। আমি মনে করি তার প্রথম ১০ বলে আপনাকে তার সামনের পায়ের রক্ষণকে চ্যালেঞ্জ করতে হবে। প্রথম ১০টি বল হল যখন সকলেই তাদের সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে, তার জন্য আলাদা নয়। আপনাকে পূজারাকে তাড়াতাড়ি আক্রমণ করতেই হবে।’
আরও পড়ুন… কে এই হ্যাজেলউডের পরিবর্ত মাইকেল নেসার? জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকায়, ভুগিয়েছেন পূজারাকে
অ্যারন ফিঞ্চ চান অস্ট্রেলিয়ান বোলাররা চেতেশ্বর পূজারাকে বল চালাতে বাধ্য করুক, ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘আপনাকে এটিকে পিচ করার জন্য প্রস্তুত থাকতে হবে, তাকে তাড়াতাড়ি ড্রাইভিং করতে দিন। আপনি যদি তাকে শুধু পিছনের পায়ে বল ছেড়ে দিতে দেন, চমৎকার এবং সুন্দর বোলিং যাকে বলা হয়, একবার সে প্রবেশ করলে তাকে আউট করা খুব কঠিন এবং তোমার বিশেষ কিছু দরকার।’ ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে পরিণত হওয়া অ্যারন ফিঞ্চ আরও বলেছেন ‘নাথান লিয়নও এতে একটি বড় ভূমিকা পালন করবে। আমি মনে করি সে শেষ পর্যন্ত পূজারার বিরুদ্ধে আরও কিছুটা পরিকল্পনা করেছে। আপনি যখন উইকেটের উপরে থাকেন, তখন তিনি রান করে নেমে ডিফেন্ড করেন। তিনি সেখানে দাঁড়িয়ে থাকেন এবং কেবল এটিকে নক করেন।’
আরও পড়ুন… বিরাটকে কার্যত অপমান করে শুভমনের সঙ্গে সচিনের মিল খুঁজে পেলেন প্রাক্তনী
লিওন টেস্ট ক্রিকেটে পূজারাকে ১৩ বার আউট করেছেন কিন্তু ভারতীয় তারকা তাঁর বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৪৩.৮ গড়ে রান করেছেন। যাইহোক, অফ-স্পিনার এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হোম সিরিজে তিনবার ডানহাতিকে আউট করেছিলেন এবং প্রক্রিয়ায় মাত্র ৪৯ রান দিয়েছিলেন।
আরও পড়ুন… ওভাল তো ইংল্যান্ডের সেরা ব্যাটিং উইকেট, WTC Final-এর আগে নিশ্চিন্ত রোহিত
এদিকে অ্যারন ফিঞ্চ তাঁর প্লেয়িং একাদশে ওপেনার হিসেবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইন ফর্ম শুভমন গিলকে বেছে নিয়েছেন। একই সঙ্গে আপার অর্ডারে তিন নম্বরে পুজারাকে রেখেছেন তিনি। এছাড়াও তিনি বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে সহ মিডল অর্ডারে ইশান কিষাণ এবং রবীন্দ্র জাদেজাকে জায়গা দিয়েছেন। প্রায় ১৮ মাস পর ভারতের হয়ে টেস্ট খেলবেন রাহানে। শ্রেয়স আইয়ার ইনজুরিতে পড়ার পর টেস্ট দলে ফিরে আসতে পেরেছেন রাহানে। তিন ফাস্ট বোলার হিসেবে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরকে বেছে নিয়েছেন ফিঞ্চ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন ঠাকুর। এছাড়াও স্পিন বিভাগে জাড্ডুকে সমর্থন করবেন অভিজ্ঞ আর অশ্বিনকে দলে রেখেছেন তিনি। এই প্লেয়িং ইলেভেনটিকে ভারতের দৃষ্টিকোণ থেকে সেরা দেখায়। এই দলে ৫ জন বোলার নিয়ে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং অপশন রয়েছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
দেখে নিন অ্যারন ফিঞ্চের ভারতীয় একাদশ – রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here