শুরুতেই অজুহাত! ইস্টবেঙ্গল কোচের মুখে দেড় জন বিদেশির কথা
চলতি ডুরান্ড কাপে সোমবার নিজেদের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল।প্রতিযোগিতার অন্যতম সফল দল তারা। সোমবার প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। হয়েছে। প্রথম ম্যাচের আগে ইস্টবেঙ্গল চূড়ান্ত প্রস্তুতির জন্য ক্লোজড ডোর অনুশীলন করল। সোমবারই বোঝা যাবে ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এই অল্প দিনে দলকে কতটা গুছিয়েছেন।
চলতি মরশুমে সকলের শেষে নিজেদের দল তৈরি করেছে ইমামি ইস্টবেঙ্গল। স্কোয়াডে ভারতীয় ফুটবলের বেশ কিছু পরিচিত মুখ রয়েছে। ভিপি সুহের,অনিকেত যাদব,সৌভিক চক্রবর্তী। বিদেশিদের মধ্যে রয়েছেন সাইপ্রাস জাতীয় দলের ডিফেন্ডার চারালাম্বোস কিরিয়াকু। বেশ কিছু দিন আগে পৌঁছে অনুশীলনও করেছেন। গত বছর এফসি গোয়ার হয়ে ডুরান্ড জেতা স্প্যানিশ ফুটবলার ইভান গঞ্জালেজও এবার ইস্টবেঙ্গল দলে রয়েছে।
আরও পড়ুন… Durand-এর দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয়, এ বার ISL-এর লিগজয়ীদের উড়িয়ে দিল মহমেডান
মরশুমের প্রথম ম্যাচের আগে ইমামি ইস্টবেঙ্গলের প্রধান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, ‘সকলেই জানে আমাদের সমস্যাটা কোথায়। সব কিছু গুছিয়ে নিতে অনেকটা সময় লেগে গিয়েছে। প্রতিটা প্লেয়ারই নিজেদের মধ্যে অচেনা। কেউ কারও সঙ্গে খেলেনি। সুতরাং বোঝাপড়া তৈরিতে অনেকটা সময় লাগছে।’
কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন আরও বলেন,‘প্রতিপক্ষও আমাদের কাছে অচেনা। সবমিলিয়ে একটা রোমাঞ্চকর ম্যাচ হবে। এই ম্যাচ থেকে আমরা দলকে আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারব।’ বিদেশি ফুটবলারদের প্রসঙ্গেইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন,‘দেড় জনবিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামব আমরা। কালকেই দেখতে পাবেন অর্ধেক বিদেশিটা কে।’
আরও পড়ুন… সস্তার পোগবা-নতুন উপাধি জুটল ATK MB তারকার, পারফরম্যান্স নিয়ে বইছে সমালোচনার ঝড়
এদিকে ইস্টবেঙ্গেলের বিরুদ্ধে নামার আগে ইন্ডিয়ান নেভির কোচ অভিলাষ নায়ার বলেন,‘ইস্টবেঙ্গল দল সম্পর্কে বিশেষ কিছুই জানি না। স্টিফেন কনস্ট্যান্টাইন ওদের দলের কোচ। স্টিফেন ভারতীয় ফুটবলে খুবই অভিজ্ঞ। স্থানীয় সমর্থন থাকবে। সুতরাং,আমাদের জন্য খুবই কঠিন ম্যাচ হতে চলেছে।’
For all the latest Sports News Click Here