শুরুটা খারাপ হয়েছিল, তবে ম্যাচটা এইভাবে শেষ করতে পারার অনুভূতিই আলাদা: হ্যারিস
শুভব্রত মুখার্জি: ডব্লুপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্জ। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এক টানটান উত্তেজনার সাক্ষী থাকল দর্শকরা। অস্ট্রেলিয়ার ব্যাটার গ্রেস হ্যারিসের অনবদ্য ইনিংসে ভর করে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়র্জ। গ্রেস হ্যারিসের এক অনবদ্য ঝোড়ো ইনিংস ম্যাচে পার্থক্য গড়ে দিল দুই দলের। ম্যাচ জয়ের পরে গ্রেস হ্যারিস জানান তাদের শুরুটা খারাপ হয়েছিল। পাশাপাশি তিনি এটাও জানান ম্যাচটা এইভাবে শেষ করতে পারার অনুভূতিই আলাদা।
ম্যাচের সেরা হয়ে গ্রেস হ্যারিস জানিয়েছেন, ‘আমার শুরুটা খারাপ হয়েছিল। পরিবেশ পরিস্থিতিকে বুঝে নিতে হয় ভালো খেলার জন্য। কীভাবে খেলব তা পরিকল্পনা করে নিতে হয়। আমি সোফিকে (একলেস্টোন) ধন্যবাদ জানাব স্কোরবোর্ডকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ম্যাচটা এইভাবে শেষ করতে পারার অনুভূতিই আলাদা, দুর্দান্ত। আমি জানতাম আমাকে কী করতে হবে। শেষের দিকে কিছুটা নার্ভাস হচ্ছিলাম যখন ডিআরএস নেওয়ার ফলে অনেক বিরতি নিতে হচ্ছিল।’
আরও পড়ুন:- WPL 2023 Points Table: রেকর্ড জয়ে লিগ শীর্ষে মুম্বই, জোড়া হারে তলানিতে গুজরাট, চোখ রাখুন পয়েন্ট টেবিলে
তিনি আরও যোগ করেন, ‘আমি ২২ গজে নামতে, নেমে ব্যাট করতে মুখিয়ে ছিলাম। কঠোর পরিশ্রম করেছি। অনুশীলন করেছি। আমি স্বাধীনভাবে ব্যাট করতে ভালোবাসি। আমাদের অধিনায়ক হিলি (অ্যালিসা) আমাদের সমস্ত সিদ্ধান্তের পাশে থাকে।’
পাশাপাশি সোফি একলেস্টোনকে নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘ও ক্রিকেট বলকে খুব পরিষ্কারভাবে মারতে সক্ষম। ম্যাচের শেষ দিকে একটু বিভ্রান্তি হয়েছিল। যখন আম্পায়ার আমাদের দিকে এগিয়ে আসেন এবং বলেন ডিআরএস শেষ হয়ে গিয়েছে। বিষয়টা বেশ মজার ছিল। আমি জানি না ভারতে আমি কোথায় বার্গার খুজে পাব। হয়ত বাটার চিকেন খুঁজে পাব আমি।’
আরও পড়ুন:- RCB vs DC WPL 2023: ৫ উইকেট নিয়ে ইতিহাস তারার, আরসিবিকে বিধ্বস্ত করে যাত্রা শুরু দিল্লির
এদিন প্রথমে ব্যাট করে গুজরাট জায়ান্টস ৬ উইকেটে ১৬৯ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান হার্লিন। রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই তিন উইকেট হাতে নিয়ে এক অনবদ্য জয় ছিনিয়ে নেয় ইউপি ওয়ারিয়র্জ। ২৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন গ্রেস হ্যারিস। তাঁকে যোগ্য সঙ্গত দেন সোফি একলেস্টোন। তিনি ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও কিরণ নাভগির ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here