শুভমিতার ‘ও তো অবাঙালি’ বলে খোঁটা সাহানেকে! শিলাজিতের শো-তে কী জবাব দিয়েছিলেন?
শিলাজিতের ‘গান পয়েন্ট’ শোটি খুব জনপ্রিয় ছিল নেটপাড়ার মধ্যে। এখনও এই শো-র টুকরো টাকরা ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ফের আলোচনায় উঠে এসেছে একটি ছোট্ট অংশ। যেখানে দেখা যাচ্ছে শিলাজিতের শো-তে অতিথি আসনে বসে আছেন সাহানা বাজপেয়ী। যেখানে সাহানার সঙ্গে শিলাজিৎ বর রিচার্ডেকে প্রেম-বিয়ে নিয়ে খোস গল্পের মাঝে হঠাৎই প্রশ্ন করেন, ‘তুই কি নিজেকে খুব সাচ্চা বাঙালি মনে করিস?’ যাতে গায়িকা জবাব দেন, ‘হ্যাঁ একদমই’।
তারপরই শিলাজিৎ টেনে আনেন পুরনো প্রসঙ্গ। যখন এক শো-তে নিজের গান শেষে সাহানাকে অবাঙালি বলেছিলেন শুভমিতা। গায়িকা বলেছিলেন, ‘অবাঙালি হলে তো, সাহিত্যটা বুঝতে না পারলে…’। সে দিকে ইঙ্গিত করেই শিলাজিতের ফের প্রশ্ন, ‘যখন কেউ মনে করে তুই বাঙালি নোস, অবাঙালি, তখন তোর কেমন লাগে?’ তাতে সাহানার জবাব আসে, ‘দেখো আমার পদবির জন্য অনেকেই এই ভুলটা করে ফেলে’।
এদিকে ছাড়ার পাত্র তো শিলাজিৎও নন। তিনি ফের প্রশ্ন করেন, ‘কেউ যদি দুম করে বলে ও অবাঙালি বলেই এমনটা করল, তখন কেমন লাগে।’ ফের সাহানার কথা ঘুরিয়ে জবাব, ‘খারাপ লাগে, অনেক সময় হাসিও পায়’। গায়কের পরের খোঁচা, ‘কজন বলেছে এর মধ্যে? তুমি দেখেছো কি তাকে (শুভমিতার জনপ্রিয় গান)…’ এবার হেসে ফেলে সাহান বলেন, ‘শিলুদা কেউ তো নাই জানতে পারেন। যদি কেউ বলে থাকে না জানতেন না বলে বলেছে।’
তবে অনেক খোঁচানো সত্ত্বেও ব্যাপারটা হেসেই উড়িয়ে দেন সাহানা। সোজা বলেন, উনি না জেনেই বলেছে। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
তবে এই ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে নেটিজেনরা কিন্তু নিল সাহানার পক্ষই। একজন লিখলেন, ‘যেরকম ভাবে হেসে উড়িয়ে দিলেন সাহানা বাজপেয়ী, এই জন্যই ওঁকে এত ভালো লাগে। আর একজন শিল্পীর কখনো অন্য শিল্পীকে নিয়ে এভাবে চর্চা করা ঠিক নয়।’ অপরজনের মন্তব্য, ‘সাহানার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, যত হিট গান উনি উপহার দিয়েছেন এরপর। শুভমিতাকেও খুব ভালো লাগে। হয়তো একটা অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছেন। ওঁর এটার জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here