শুভমনই বলেছিল তিনে খেলবে, রোহিতের কথাকে সমর্থন ব্যাটিং কোচের
ভারতীয় পুরুষদের টেস্ট দলে এখন একাধিক নতুন মুখ দেখা যাচ্ছে। দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতদিন তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব সামলেছেন চেতেশ্বর পূজারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় ব্যাট করতে নেমেছেন তরুণ তারকা ক্রিকেটার শুভমন গিল। জানা গিয়েছে এই সিদ্ধান্ত শুভমন গিলের নিজের। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর তাঁকে সমর্থন করে জানিয়েছেন, ‘আমাদের তিন নম্বর ব্যাটিং পজিশনে শুভমনের মতো একজনকেই দরকার।’
এই বছর শুরু হওয়ার আগে থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। শেষ হওয়া আইপিএলও ওপেনার হিসেবে ভালো করেছেন। একাধিক শতরানও পেয়েছেন তিনি। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নামেন তিনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এসে নিশ্চিত করে জানান তরুণ এই ক্রিকেটার ওপেন করার বদলে চেতেশ্বর পূজারর তিন নম্বর জায়গায় খেলতে নামবেন। মজার ব্যাপার হল, গিলই প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে অনুরোধ করেছিলেন যে তাকে ৩ নম্বর ব্যাটিং পজিশনে যাতে খেলতে দেওয়া হয়। শুভমন যদি তিন নম্বর স্থানে খেলতে রাজি না হতেন তাহলে দলে আসা নতুন দুই ক্রিকেটার যশস্বী জসওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়কে সেই জায়গায় নামাতে হত।
তবে তারকা ব্যাটার গিল তাঁর নতুন ব্যাটিং ভূমিকায় সফল হতে পারেননি। ১১ বলে ৬ রান করে আউট হয়ে যান তিনি। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস সহ ১৪১ রানে হারানোর পর সাংবাদিক বৈঠকের সময়, ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর গিলকে সমর্থন করেন। তিনি বলেন, ‘দলের তিন ওপেনারেই খেলার কথা ছিল। তাই একজনকে ৩ নম্বরে যেতে হয়েছে। এর জন্য শুভমনের কাছ থেকে প্রস্তাব আসে। কারণ তার যুক্তি ছিল যে সে তার ঘরোয়া ক্রিকেটে পঞ্জাব এবং ভারত এ-এর হয়ে ৩ বা ৪ নম্বরে খেলেছে এবং এটাই তার কাছে পক্ত জায়গা।’
তবে ভারতের হয়ে তিন নম্বরে প্রথম বার খেলতে নেমে ব্যর্থ হন তিনি। অন্যদিকে অভিষেক ম্যাচেই শতরান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জসওয়াল। এই বিষয়ে ব্যাটিং কোচ বলেন, ‘আমরা ওকে এক ইনিংসের ভিত্তিতে বিচার করতে পারি না। শুভমনের কাছে অনেক সময় আছে। প্রয়োজনের সময় বিশেষ খেলার কৌশল এবং মেজাজ দুই তার মধ্যে আছে। যখন চালিয়ে খেলার প্রয়োজন হয় তখন আক্রমণাত্মক খেলাও খেলতে পারে ও। খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের ৩ নম্বরে এমনই একজন দরকার।’
For all the latest Sports News Click Here