শুধু LSG-কে হারালে চলবে না, এই ২ অঙ্ক মিললে তবেই প্লে-অফে উঠবে KKR
অভাবনীয় কোনও ঘটনা ছাড়া প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর(। তাও শেষ আশাটুকু জিইয়ে রাখতে বুধবার নবি মুম্বইতে লখনউ সুপার জায়েন্টসকে হারাতেই হবে। তারপর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকে। বুধবার কেকেআর জিতে গেলে কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারবে, তা দেখে নিন –
১) বুধবার লখনউ সুপার জায়েন্টসকে হারাতেই হবে। সেক্ষেত্রে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হবে। তবে প্লে-অফের দৌড়ে কোনও আশা থাকবে কেকেআরের। আজ হেরে গেলে বাড়ি ফেরার বিমান ধরতে হবে নাইট তারকাদের।
২) তবে শুধু নিজেরাই জিতলেই হবে না। অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। তিনটি দল (গুজরাট টাইটানস, রাজস্থান রয়্যালস এবং লখনউ) ইতিমধ্যে ১৬ পয়েন্ট বা তার বেশি পেয়েছে। যে জায়গায় পৌঁছাতে পারবে না কলকাতা। তাই প্রার্থনা করতে হবে যে দলগুলি ১৬ পয়েন্টে যেতে পারে, সেই দলগুলি যেন নিজেদের শেষ ম্যাচে হেরে যায়।
সেই নিরিখে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসকে শেষ ম্যাচে হারতেই হবে। বৃহস্পতিবার ‘টপার’ গুজরাটের বিরুদ্ধে নামছেন বিরাট কোহলিরা। সেই ম্যাচ হেরে গেলে ব্যাঙ্গালোরের পয়েন্ট হবে ১৪। নেট রানরেট -০.৩২৩। হারলে আরও খারাপ হবে। তাতেই কেকেআরের সুবিধা হবে। কেকেআরের নেট রানরেট +০.১৬০। তখন নেট রানরেটের নিরিখে চতুর্থ দলের লড়াইয়ে এগিয়ে থাকবে কেকেআর।
শুধু ব্যাঙ্গালোর হারলেই হবে না। দিল্লিকেও হারতে হবে। তাহলে দিল্লির পয়েন্ট থাকবে ১৪। তাতে অবশ্য বড় চিন্তার বিষয় হবে নেট রানরেট। কারণ আপাতত +০.২৫৫। সেই পরিস্থিতিতে কলকাতাকে যতটা সম্ভব বড় ব্যবধানে জিতে নেট রানরেট বাড়িয়ে রাখতে হবে। যাতে দিল্লি হেরে গেলে নেট রানরেটের নিরিখে এগিয়ে প্লে-অফে উঠে যেতে পারে কেকেআর।
৩) কেকেআরকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে। শেষ ম্যাচে পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে। যে দল জিতবে, তাদের ১৪ পয়েন্ট হবে। তবে দু’দলেরই নেট রানরেট অনেকটা কম। পঞ্জাবে -০.০৪৩ এবং হায়দরাবাদের -০.২৩০। তাই অভাবনীয় কিছু ছাড়া সেই বিষয়টা কেকেআরের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে না। বরং ১৪ পয়েন্ট থাকলে কেকেআরের সঙ্গে মূল লড়াই হবে দিল্লির সঙ্গে।
For all the latest Sports News Click Here