শুধু ভারত না, রাশিয়াতেও সমান জনপ্রিয় Jimmy Jimmy Jimmy Aaja, কেন জানেন?
বলিউডে একসময় দাঁপিয়ে কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। তাঁর জনপ্রিয় গানের কারণে ‘ডিস্কো কিং’-এর তকমাও জিতে নেন তিনি। মিঠুন চক্রবর্তীর সাথে বেশ কিছু হিট গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের। যার ফলে জমিয়ে নেচেছে ভারতীয় দর্শক। সাথে করে এই গান নাচিয়ে ছেড়েছিল রাশিয়ার দর্শকদেরও!
১৯৮২ মুক্তি পায় ‘ডিস্কো ডান্সার’। এই ছবির একটি বিখ্যাত গান যা চির স্মরণীয় হয়ে থেকে যাবে তা হল ‘জিমি জিমি জিমি আজা’। তবে জানেন কি ভারতের পাশাপাশি রাশিয়াতেও খুব জনপ্রিয়তা পেয়েছিল এই গান। রাশিয়ান মহিলাদের ক্রাশেও পরিণত হন মিঠুন।
আটের দশকে গোটা বিশ্বেই ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে ডিস্কো মিউজিক। You Are Ok, Ottawan গানটি মন কাড়তে থাকে সকলের। কিন্তু হলিউডের এই গান সহজলভ্য ছিল না সোভিয়েত ইউনিয়নে। ১৯৮২ সালে যখন ‘জিমি জিমি’ আসে তখন রাশিয়ার মানুষ বুঁদ হয় সেই গানে। সাথে করে ‘সীতা অউর গীতা’ ছবিটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল সেখানে। এখনও রাশিয়ার এই টেলিভিশনে দেখানো হয় ছবিগুলি।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই ভুগছিলেন একাধিক রোগে। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত ২৯ দিন ধরে ভর্তি ছিলেন। তারপর ১৫ তারিখ শরীর কিছুটা ভালো হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে মঙ্গলবার ফের শরীরের অবস্থা সঙ্কটজনক হলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে প্রাণ হারান রাতেই।
For all the latest entertainment News Click Here