শুধু ব্যাট করলে পান্ডিয়া ভারতীয় দলে জায়গাই পাবেন না, সোজাসাপ্টা মন্তব্য আখতারের
আইপিএলে গুজরাট টাইটানসকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথমবার নেতৃত্বের দায়ভার কাঁধে নিয়েই দলকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে তুলেছে তিনি। আইপিএলে হার্দিকের ক্যাপ্টেন্সি স্কিল দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। শোয়েব আখতারও ব্যতিক্রম নন। প্রাক্তন পাক পেসার দাবি করেন যে, রোহিতের পরে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার সব গুন দেখা গিয়েছে পান্ডিয়ার মধ্যে। তবে তার আগে পান্ডিয়াকে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্যই লড়তে হবে।
আসলে আখতার মনে করছেন যে, অল-রাউন্ডার হিসেবে টিম ইন্ডিয়ায় হার্দিক পান্ডিয়া অটোমেটিক চয়েজ। তবে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে তাঁর জায়গা হওয়া মুশকিল। তাই পান্ডিয়াকে জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে হলে প্রচুর বল করতে হবে এবং ফিটনেসের দিকে নজর দিতে হবে।
আরও পড়ুন:- IPL 2022 Final: বাটলার ৮০০ করেছেন, তিনি ওপেন করলে ১৬০০ রান করতেন, ফাইনালের আগে দাবি চাহালের, ভিডিয়ো
Sportskeeda-কে আখতার বলেন, ‘এটা নিশ্চিত যে, হার্দিক পান্ডিয়া আলাদা ছাপ রাখছে। ও ভারতীয় দলের ক্যাপ্টেন্সির জন্য কড়া নাড়ছে। কেননা এটা নিশ্চিন নয়, রোহিত কতদিন ক্যাপ্টেন্সি চালিয়ে যাবে।’
আরও পড়ুন:- IPL 2022 Final: কত টাকা করে পাবে চ্যাম্পিয়ন ও রানার্স দল? অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জয়ীকে দেওয়া হবে কত টাকা?
পরক্ষণেই শোয়েব বলেন, ‘ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। ক্যাপ্টেন হিসেবে হার্দিক নিজেকে প্রমাণ করেছে। তবে ওকে নিজের ফিটনেস ও বোলিংয়ে নজর দিতে হবে। যখন অল-রাউন্ডার হিসেবে ফিট ছিল, ভারতীয় দলে অটোমেটিক চয়েজ ছিল ও। তবে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে হলে ভারতীয় দলে কোনও জায়গা খালি নেই।’
For all the latest Sports News Click Here