শুধু ব্যাটিং নন, সচিনের খাবারেও চাপে পড়েছিলেন ওয়ার্ন! অজানা কথা ফাঁস HTLS-এ
সচিন তেন্ডুলকরের বাড়ি নেমতন্ন খেতে গিয়ে বেজায় সমস্যায় পড়েছিলেন শেন ওয়ার্ন। ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২’-এ সেই অজানা কথা ফাঁস করলেন সচিন। তিনি জানান, ভারতীয় মশলাদার খাবার খেতে না পারলেও সচিনের যাতে খারাপ না লাগে, সেজন্য বলছিলেন যে খুব ভালো হয়েছে খাবার।
শনিবার ব্রায়ান লারার সঙ্গে ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ ওয়ার্নের স্মৃতিচারণ করেন সচিন। তিনি বলেন, ‘২০০০ সালে ওয়ার্নিকে (ওয়ার্নের ডাকনাম) নেমতন্ন করেছিলাম। আমার বাড়িতে চলে এস। খাওয়া-দাওয়া করব। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ভারতীয় খাবারে সমস্যা নেই তো তোমার? ও বলেছিল, না, না, চিন্তা কর না। মশলাদার খাবারে তোমার কোনও সমস্যা নেই তো? ও বলেছিল যে আমি মশলাদার খাবার এমনিতে এড়িয়ে চলি। তো আমি শেফকে বলেছিলাম যে খাবারে কম মশলাপাতি দেবেন। সেইমতো উনি খাবার তৈরি করেছিলেন। তৎকালীন ম্যানেজারকেও নেমতন্ন করেছিলাম।’
কিন্তু খাবার সময় আসল ঘটনা সামনে এসেছিল বলে জানান সচিন। তিনি বলেন, ‘আমরা টেবিলে বসেছিলাম। প্রত্যেককে খাবার দিচ্ছিলাম আমি। আমি দেখছিলাম যে ওয়ার্নি টুকটাক খাচ্ছে। খাবার ফাঁকে এদিকে দেখছে, ওদিকে দেখছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে খাবারটা কেমন হয়েছে? বেশি কি মশলাদার মনে হচ্ছে? সবকিছু ঠিক আছে তো? ও বলল যে হ্যাঁ, সব ঠিক আছে। দারুণ খেতে হয়েছে। আচমকা আমার ম্যানেজার ওয়ার্নির দিকে তাকিয়ে বলেন যে কী হয়েছে। ও টেবিলের তলা দিয়ে আমার ম্যানেজারকে খোঁচা দিচ্ছিল। ও বলছিল যে আমার থালা থেকে কিছুটা খাবার তুলতে নাও। কারণ এটা মারাত্মক মশলাদার খাবার এবং আমি সচিনকে বলতে পারব না।’
আরও পড়ুন: HTLS Live: বিশ্বকাপ ফাইনালে বাবরদের ফেভারিট বাছলেন লারা, সচিনের ভোট কার দিকে?
কী কারণে ওয়ার্ন সেই কাজটা করেছিলেন, সেটাও ফাঁস করেন সচিন। তিনি বলেন, ‘আগে আমি ওয়ার্নির বিন খাওয়া নিয়ে গল্প শুনেছিলাম। সেদিন ওটা বাস্তবে দেখেছিলাম। ও সসেজ, বিগ বিনের মতো খাবার খেত। শেষপর্যন্ত ওর জন্য পিৎজা অর্ডার করেছিলাম। ও আমায় আঘাত করতে চাইনি। ও ওই সন্ধ্যাটা ভালোভাবেই সামলেছিল।’
আরও পড়ুন: HTLS 2022: লারার কিটব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ভিভ-অজানা গল্প শোনালেন ক্যারিবিয়ান কিংবদন্তি
এমনিতে বিশ্বের তাবড়-তাবড় ব্যাটারদের সমস্যায় ফেললেও সচিনের বিরুদ্ধে ওয়ার্নের রেকর্ড তেমন আহামরি নয়। বরং অধিকাংশ সমস্যায় বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনারের বিরুদ্ধে ছড়ি ঘুরিয়েছেন সচিন। সেটা কানপুর হোক বা অ্যাডিলেড-মেলবোর্ন হোক।
For all the latest Sports News Click Here