শুধু ক্রিকেট নয়, অন্য একটি খেলাতেও সচিনকে হারানো যেত না, অজানা কথা ফাঁস যুবির
আজ ২৪ এপ্রিল। কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকর তাঁর জীবনের অর্ধশতরান পূর্ণ করলেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর প্রাক্তন সতীর্থরা সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও সোশ্যাল মিডিয়ায় শীর্ষাশন যোগব্যায়ামের ভঙ্গিতে এক অনন্য উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টারকে। ভারতীয় দলের আরও এক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংও ক্রিকেটের ঈশ্বর বলে অভিহিত করে জন্মদিনের শুভেচ্ছা জানান।
প্রাক্তন ভারতীয় বাঁহাতি এই অলরাউন্ডার যুবরাজ সিং সচিন তেন্ডুলকরের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন অনেক ম্যাচে। ২০১১ বিশ্বকাপে ভারতের বিশ্বকাপ জেতার পিছনে অন্যতম ভূমিকা পালন করেন যুবি। সচিনের জন্মদিন উপলক্ষে টুইটারে কয়েকটি পোস্ট করেছেন তিনি। সেখানে একটি ভিডিয়ো সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন যুবরাজ। সেই ভিডিয়োতে ভারতীয় ক্রিকেটের প্রতি সচিনের অপরিসীম অবদানের প্রশংসা করেছেন।
ভিডিয়োটিতে যুবরাজ ২০০৮ সালে চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের একটি ইনিংসকে তাঁর পছন্দের মুহূর্তগুলির মধ্যে তুলে ধরেছেন। যুবরাজ সিংহ বলেন, ‘২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ আমরা জয় পাই। সেই সময় মুম্বইয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। সচিন তেন্ডুলকর এই জয়কে জঙ্গি হামলায় নিহতদের প্রত্যেককে উৎসর্গ করেন। সচিন শতরান করে সেই ম্যাচে। আমি ওকে তুলে নিয়ে উদযাপন করি। এটি একটি বিশেষ মুহূর্ত আমাদের কাছে।’
মাস্টার ব্লাস্টার সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৬ বলে অপরাজিত ১০৩ রান করেন। ওই ম্যাচে একই ইনিংসে যুবরাজও ১৩১ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের দেওয়া ৩৮৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করতে এই দুই ব্যাটারের ইনিংস অনেক সাহায্য করে ভারতকে জিততে। এছাড়াও যুবরাজ সিং ২০১১ সালের বিশ্বকাপের সময় একটি ঘটনা উল্লেখ করে বলেন, ‘২০১১ সালে বিশ্বকাপের সময় আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাগপুরে খেলছিলাম। সেই সময় আমার ব্যাটের নিচে সম্পূর্ণভাবে ভেঙে যায়। তখন সচিন তেন্ডুলকর ব্যাটে কয়েকটা পেরেক গেঁথে দিয়ে সম্পূর্ণভাবে ঠিক করে দেয়। আমি কিছুই বুঝতে পারিনি কিন্তু ও ঠিক করে দিয়েছিল।’
ক্রিকেটের বিভিন্ন স্মৃতিচারণার সঙ্গে সঙ্গে যুবরাজ সিং জানান এই কিংবদন্তিকে টেবিল টেনিসে হারানো খুব মুশকিল। তিনি বলেন, ‘ওকে টেবিল টেনিসে হারানো যাবে না। সে যতই চেষ্টা করুক না কেন।’ ভারত তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সচিন তেন্ডুলকর প্রায় দশকেরও বেশি সময় হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু প্রত্যেক ভারতীয় ও বিশ্ববাসীর মনে এখনও সমানভাবে জনপ্রিয় রয়েছেন তিনি।
For all the latest Sports News Click Here