শুধু কলকাতার ভালোবাসা নয়, অন্য একটা কারণে ইডেনে হলুদ সমুদ্র! ফাঁস করলেন খোদ ধোনি
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যে ‘অ্যাওয়ে ম্যাচ’ খেলতে নামছে, তা শনিবারই বোঝা গিয়েছিল। রবিবার ঠিক সেটাই হল। ইডেনের গ্যালারিতে যত না বেশি বেগুনি জার্সি-পতাকা নজরে পড়ল, তার থেকে বেশি দেখা গেল হলুদ জার্সি ও পতাকা। সেটা যে কেন হয়েছে, তা এক মাসের খুদেও জানে। আর যে ব্যক্তির জন্য ইডেনে সেই হলুদ ঢেউ উঠেছে, সেই মহেন্দ্র সিং ধোনি জানালেন, কলকাতা-পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর সম্পর্ক আছে, সেটা মূলত খড়্গপুর থেকে শুরু হয়েছে। ঘরের ছেলে যে ভালোবাসা আছে, সেটাই আছড়ে পড়েছে ইডেনে।
রবিবার ইডেনে টসের পর ধোনি বলেন, ‘আমি এখানে অনেক ম্যাচ খেলেছি। কিন্তু প্রচুর ক্রিকেট খেলেছি, সেটা বলব না। কারণ আমি বেশি অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট খেলিনি। তার ফলে (কলকাতায় খেলা) ম্যাচের সংখ্যাটা কমে গিয়েছে। কিন্তু আমি খড়্গপুরে চাকরি করতাম। যা কলকাতা থেকে দু’ঘণ্টা দূরে অবস্থিত। তাই ওখানে অনেকটা সময় কাটিয়েছি। চুটিয়ে ক্রিকেট এবং ফুটবল খেলেছি। তাই আমার মনে হয় যে সেই জায়গা থেকে ভালোবাসেন মানুষ।’
আরও পড়ুন: Litton Das dropped in KKR vs CSK: এক ম্যাচে ফ্লপ হতেই লিটনকে বাদ দিল KKR! নেপথ্যে জঘন্য উইকেটকিপিং নাকি অন্য কিছু?
এমনিতে অনেকের ধারণা, এটাই শেষ আইপিএল হতে চলেছে ধোনির। দিনকয়েক আগে নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে ইডেনে এটাই ধোনির শেষ পেশাদারি ম্যাচ হতে চলেছে। আর তাই ‘ঘরের ছেলে’-কে শেষবারের মতো পেশাদারি ক্রিকেটের মাঠে দেখতে এবং ধোনি ম্যাজিকের সাক্ষী থাকতে মাঠে এসেছেন প্রচুর মানুষ। যাঁরা হয়ত সিএসকের ভক্ত নন, তাঁরা স্রেফ ধোনির ভক্ত। হলুদ জামা পরে, হলুদ পতাকা নিয়ে ইডেনে এসেছেন তাঁরা। তাতে ইডেনকে দেখে মনে হচ্ছে যে চেন্নাই যেন হোম ম্যাচে খেলছে। কেকেআর অ্যাওয়ে ম্যাচে খেলতে এসেছে।
আরও পড়ুন: KKR vs CSK Live Updates: ইডেন গার্ডেন্সে তাণ্ডব চালাচ্ছেন রাহানে-দুবে, ১৫০ টপকাল চেন্নাই সুপার কিংস, দিশেহারা নারিনারা
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here