শুধু অভিনয় নয়, নাচের জন্যও কটাক্ষের মুখে পড়তে হয়! ক্যাটরিনার উত্তর চমকে দেবে
তিনি নাকি একেবারেই নাচতে পারেন না। প্রায় দু’দশকের কেরিয়ারে এমন মন্তব্যও নাকি উড়ে এসেছে ক্যাটরিনা কইফের দিকে। তাঁর হিন্দি উচ্চারণ, অভিনয় দক্ষতা নিয়ে আজও প্রশ্ন থেকে গিয়েছে। নিন্দকেরা বলেন, এখনও সব ধরনের চরিত্রে সাবলীল নন বলিউডের ‘বিদেশিনী’। কিন্তু নাচ? তা নিয়ে তো আগাগোড়াই প্রশংসা পেয়েছেন ক্যাটরিনা। পর্দায় নজর কেড়েছেন ‘শিলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কালা চশমা’-র মতো গানে। কিন্তু তার পরেও পিছু ছাড়েনি কটাক্ষ। ক্যাটরিনা যদিও তাতে ভেঙে পড়েননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি তখন নাচতে পারতাম না। আমাকে নিয়ে ওঁরা ভুল কিছু বলেননি। যা সত্যি, ওঁরা সেটাই বলেছেন। আমিও এই কথাটা অনেক বার বলেছি।’
ক্যাটরিনার এই সমস্যা বুঝতে পেরেছিলেন বসকো মার্টিস। বলিউডের প্রথম সারির নৃত্য পরিচালক। নাচ নিয়ে ক্যাটরিনার আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে তাঁর অবদান অনেকটাই। সে কথা বলেছেন অভিনেত্রী স্বয়ং। ক্যাটরিনার কথায়, ‘এ বিষয়ে বসকো আমার সঙ্গে প্রথম কথা বলেছিল। আমি নিজেকে ভালো নৃত্যশিল্পী হিসেবে গণ্য করতাম না। জানতাম, ভবিষ্যতেও কখনও হব না। কিন্তু বসকো বলেছিল, আমি নাচ করতে পারি। কিন্তু আমাকে পরিশ্রম করতে হবে।’ এর পর আর পিছনে ফিরে তাকাননি ক্যাটরিনা। কর্ণপাত করেননি কোনও নেতিবাচক মন্তব্যে।
(আরও পড়ুন: সোহাগ করে ক্যাটকে কী নামে ডাকেন ভিকি? আদুরে নাম শুনলে চমকে যাবেন!)
‘সূর্যবংশী’-তে ক্যাটরিনাকে শেষ বার বড় পর্দায় দেখা যায়। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল ছবিটি। এ বার ‘ফোন ভূত’-এর পালা। গুরমিত সিং পরিচালিত এই হরর-কমেডিতে ক্যাটরিনার সঙ্গে থাকছেন ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। ৪ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।
For all the latest entertainment News Click Here