শুধু অজিরা নয়, ২০১৮ সালে বল বিকৃতি ঘটিয়েছিল প্রোটিয়ারাও-চাঞ্চল্যকর অভিযোগ পেইনের
বল বিকৃতির অভিযোগে নির্বাসিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্য়ামেরন ব্যানক্রফট। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সেই ঘটনার জেরে পদত্যাগ করতে বাধ্য হন অস্ট্রেলিয়ার সেই সময়ের কোচ ড্যারেন লেম্যান।
এর পর স্মিথের বদলে অধিনায়ক নির্বাচিত হন টিম পেইন। সেই ঘটনার ৪ বছর পর ওয়ার্নারের পাশে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাল্টা বল বিকৃতির অভিযোগ আনলেন প্রাক্তন অজি অধিনায়ক টিম পেইন। নিজের আত্মজীবনীতে পেইন দাবি করেছেন, ২০১৮ সালে সেই সিরিজেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও বল বিকৃতি করেছিলেন।
কেপটাউনে চার ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগের আঙুল উঠেছিল অজি ক্রিকেটারদের দিকে। যা স্যান্ডপেপার বিতর্ক নামে ক্রিকেটের ইতিহাসে কুখ্যাত। এর জন্য ক্যামেরন ব্যানক্রফটকে ন’মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। অন্যদিকে অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। ঘটনাটি অস্ট্রেলিয়ার ক্রিকেটকে কালিমালিপ্ত করেছিল। যা নিয়ে বহু বিতর্ক, সমালোচনা তখনও হয়েছিল, এখনও হয়।
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচের যাবতীয় লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/icc-t20-world-cup/aus-vs-sl-live-live-update-of-t20-world-cup-2022-match-between-australia-vs-sri-lanka-at-perth-31666692385546.html
এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন অজি অধিনায়ক পেইন। পেইন তাঁর আত্মজীবনীতে দাবি করেন, ‘সেই সিরিজের চতুর্থ টেস্টে আমি বল বিকৃতির ঘটনা দেখেছিলাম। কেপ টাউনে যা হয়েছিল, তার পর এই ঘটনা ভাবা যায়! আমাদের দল তখন খবরের শিরোনামে, আমাদের তিন জন ক্রিকেটার নির্বাসিত। তার ঠিক পরের টেস্টেই বল বিকৃতির ঘটনা দেখতে পাই! আমি ফিল্ডিং করার সময়ে বোলারের প্রান্তে দাঁড়িয়েছিলাম। সেই সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি দৃশ্য দেখা যায়। আমি দেখতে পাই, মিড অফে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের কাছে বল যাচ্ছে এবং সেই বলের সিমের অংশ বিকৃত। আমরা আম্পায়ারের কাছে ছুটে যাই। কিন্তু যিনি জায়ান্ট স্ক্রিনে সেই দৃশ্য দেখানোর দায়িত্বে ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে দেন। আম্পায়াররা আমাদের বোঝান, তাঁরা প্রথম টেস্ট ম্যাচ থেকেই এই বিষয়ে নজর রেখেছেন। এর পর সেই ফুটেজ আর পাওয়া যায়নি।’
আরও পড়ুন: নেদারল্যান্ডস ম্যাচের প্রস্তুতিতে কোহলি-রোহিতরা, অনুপস্থিত ৫ তারকা
২০১৮ সালের সেই বিতর্কিত দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে পেইন আরও লিখেছেন, ‘সেই সফরের শুরু থেকেই আমাদের উত্যক্ত করা হচ্ছিল। দর্শকরা আমাদের পরিবারের লোকজন সম্পর্কে খারাপ কথা বলছিলেন। বিশেষ করে ডেভিড ওয়ার্নারকে উদ্দেশ্যে করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। আমার স্ত্রীর সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছিলেন কুইন্টন ডি’কক।’
এর সঙ্গে পেইনের তথ্য অনুযায়ী, টিম মিটিংয়ে তাঁরা বল বিকৃতির বিষয়টি নিয়ে কোনও দিন আলোচনা করেননি। তিনি লিখেছেন, ‘ব্যানক্রফট যে এ রকম করবেন, সেটা তাঁরা কেউই জানতেন না। এভাবে বল বিকৃত করার কথা ভাবা যায় না। ব্যানক্রফট যেটা করেছিলেন, সেটা লজ্জাজনক ঘটনা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও বল বিকৃত করেছিলেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল।’ পেইনের এই দাবিকে ঘিরে বল-বিকৃতি কাণ্ডে নতুন করে আগুনে ঘি পড়ল। যা নিয়ে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক।
For all the latest Sports News Click Here