শুটিং ফ্লোরে পৌঁছনোর তাড়া, গাড়ির বদলে কোন বাহন বাছলেন জন?
অভিনেতা মানেই ঘড়ির কাঁটার সঙ্গে জীবন বেঁধে ফেলতে হবে। না, কেবল শুটিং ফ্লোরে পৌঁছনোর জন্য নয়, খাওয়া দাওয়া, শরীর চর্চা সবটাই মোটামুটি সময় মেনেই করতে হয়। কিন্তু তাই বলে জন ভট্টাচার্য এমনটা করবেন?
বাংলা ধারাবাহিকের দৌলতে জন আজ ভীষণই পরিচিত মুখ। ঘরে ঘরে পৌঁছে গেছেন তিনি তাঁর অভিনয়ের জোরেই। কেরিয়ারের শুরুটা করেছিলেন পার্শ্ব চরিত্র দিয়ে। এখন তাঁকে মূলত যে ধারাবাহিক তিনি করেন সেই ধারাবাহিকের মূল পুরুষ চরিত্রেই দেখা যায়। কেবল সিরিয়াল নয়, ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। অভিনয়ের জন্য তাঁরও অন্যান্য অভিনেতাদের মতো শুটিং ফ্লোরে পৌঁছানোর তাড়া থাকে, একই সঙ্গে শহরে যেভাবে জ্যাম হয় সেটা নিয়েও ওয়াকিবহাল তিনি। এবার এই দুইয়ের গেরোয় তিনি একদম নতুন একটা পথ বের করলেন যাতে তিনি দ্রুত কাজের জায়গায় পৌঁছতে পারেন।
ইনস্টাগ্রামে সদ্যই অভিনেতা একটি ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে বাইক চালাতে দেখা যাচ্ছে। সঙ্গে পিছনে একটা বড় ব্যাগও রাখা। নবান্ন টোল ট্যাক্স পেরিয়ে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছেন তিনি। তবে গাড়ি ছেড়ে এভাবে বাইকে কেন? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘শুটিংয়ে দ্রুত পৌঁছানোর জন্যই মূলত বাইকটা কিনেছি। তবে এই ভিডিয়ো আমার এক বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় করা। এতদিন আসলে ফ্লোরে গাড়ি নিয়েই যেতাম। কিন্তু এখন দেখছি বাইক নিয়ে গেলে দ্রুত পৌঁছতে পারছি। তাছাড়া শুটিং ছাড়া ব্যক্তিগত কাজ, জিম ইত্যাদিতেও সঠিক সময়ে পৌঁছতে বাইক ভীষণই সাহায্য করছে।’
এদিন তিনি এই ভিডিয়ো পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘আপনাদের মন খারাপ থাকলে এটা দেখুন’। তবে কি এখন গাড়ি চালানো ছেড়ে দিয়েছেন জন? না, বিষয়টা তেমন নয়। তাঁর যখন যে বাহনের প্রয়োজন তখন তিনি সেটাই ব্যবহার করছেন আর কী।
For all the latest entertainment News Click Here