শুক্রবার শুরু যশ ধুলদের এশিয়া কাপ অভিযান, ভারত-পাক ম্যাচ কবে? খেলা দেখবেন কোথায়?
বৃহস্পতিবারই বোধন হয়ে গিয়েছে এসিসি মেনস এমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৩-এর। শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতীয়-এ দলের প্রতিপক্ষ আমিরশাহি। গ্রুপ লিগে ভারতকে লড়াই চালাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেও। দেখে নেওয়া যাক ভারত টুর্নামেন্টের কোন গ্রুপে রয়েছে। চোখ রাখা যাক ভারতের সূচি ও স্কোয়াডেও। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
ভারত কোন গ্রুপে রয়েছে:-
ভারত টুর্নামেন্টের বি-গ্রুপে জায়গা পেয়েছে। গ্রুপ লিগে ভারতীয়-এ দলকে লড়াই চালাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া ভারতের সঙ্গে বি-গ্রুপে রয়েছে নেপাল ও আমিরশাহি।
এমার্জিং এশিয়া কাপের গ্রুপ বিভাগ:-
এ-গ্রুপ: শ্রীলঙ্কা-এ, বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ ও ওমান-এ
বি-গ্রুপ: ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল-এ, আমিরশাহি-এ
কবে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ:-
গ্রুপ লিগের একেবারে শেষ ম্যাচে ভারত লড়াই চালাবে পাকিস্তানের বিরুদ্ধে। ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। খেলা শুরু হবে দুপুর ২টোর সময়।
টুর্নামেন্টে ভারতের লিগ ম্যাচের সূচি:-
১৪ জুলাই: ভারত বনাম আমিরশাহি (সকাল ১০টা)
১৭ জুলাই: ভারত বনাম নেপাল (দুপুর ২টো)
১৯ জুলাই: ভারত বনাম পাকিস্তান (দুপুর ২টো)
আরও পড়ুন:- Duleep Trophy 2023 Final: পূজারার মুকুটে নতুন পালক, জাফরকে টপকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতের পঞ্চপাণ্ডবের দলে চেতেশ্বর
টুর্নামেন্টের নক-আউটের সূচি:-
২১ জুলাই: প্রথম সেমিফাইনাল (এ-গ্রুপের এক নম্বর দল বনাম বি-গ্রুপের দুই নম্বর দল)
২১ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল (এ-গ্রুপের দুই নম্বর দল বনাম বি-গ্রুপের এক নম্বর দল)
২৩ জুলাই: ফাইনাল (প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল)।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
এমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-৩ চ্যানেলে। অন্যান্য দেশে খেলা দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:- IND vs WI: পিতা-পুত্রের অঙ্কে ফুলমার্কস অশ্বিনের, চন্দ্রপলদের ফিরিয়ে ইতিহাস গড়লেন রবিচন্দ্রন- ভিডিয়ো
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
এমির্জিং এশিয়া কাপের ম্যাচগুলি ফ্যানকোড অ্যাপে দেখা যাবে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
টুর্নামেন্টের জন্য ভারতের কোচিং স্টাফ:-
সিতাংশু কোটাক- হেড কোচ
সাইরাজ বাহুতুলে- বোলিং কোচ
মুনিশ বালি- ফিল্ডিং কোচ
এমার্জিং টিমস এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয়-এ দল:-
যশ ধুল (ক্যাপ্টেন), অভিষেক শর্মা (ভাইস ক্যাপ্টেন), সাই সুদর্শন, নিকিন জোস, প্রদোষ রঞ্জন পাল, রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, প্রভসিমরন সিং (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুতার, যুবরাজসিং দোদিয়া, হর্ষিত রানা, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
স্যান্ড-বাই প্লেয়ার: হর্ষ দুবে, নেহাল ওয়াধেরা, স্নেল প্য়াটেল ও মোহিত রেডকর।
For all the latest Sports News Click Here