শীর্ষে থাকার নজির- স্টেফি গ্রাফের রেকর্ড ভেঙে ইতিহাস রচনা করলেন জোকার
নোভাক জকোভিচ অবশেষে ভেঙে দিলেন স্টেফি গ্রাফের রেকর্ড। পুরুষদের র্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি ৩৭৮ সপ্তাহ থাকার নয়া নজির গড়লেন। সেই সঙ্গে তিনি পিছনে ফেললেন স্টেফিকেও। এর আগে স্টেফি গ্রাফ সর্বাধিক সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বর প্লেয়ার হিসেবে থেকে রেকর্ড করেছিলেন। এ বার স্টেফিকে ছাড়িয়ে গেলেন জোকার।
পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটি আপাতত যৌথ ভাবে নাদালের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন জকোভিচ। তবে সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ডটির একমাত্র মালিক এখন জোকার। নারী-পুরুষ মিলিয়েই টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ডটি দখল করে নিলেন সার্বিয়ান তারকা। স্টেফির এক নম্বরে ছিলেন ৩৭৭ সপ্তাহ। আর সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এটিপির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৩৭৮তম সপ্তাহেও শীর্ষ স্থান ধরে রেখেছেন ৩৫ বছরের সার্বিয়ান তারকা।
আরও পড়ুন: শেষ ম্যাচে হেরে চোখের জলে বিদায়, সানিয়া মির্জার পেশাদার টেনিস জীবনের ইতি
১৯৯৭ সালের মার্চে স্টেফি গ্রাফ ৩৭৭তম সপ্তাহে শেষ বার এক নম্বর জায়গা ধরে রেখেছিলেন। এর পর গত ২৬ বছর ধরে রেকর্ডটি নিজের দখলেই রেখেছিলেন জার্মানির কিংবদন্তি প্লেয়ার। ২২টি গ্র্যান্ড স্লাম জেতা স্টেফিকে পেছনে ফেলার অনুভূতিটাকে অবিশ্বাস্য বিষয় বলে মনে হয়েছে জকোভিচের।
এই মরশুমে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলেও একটি ম্যাচেও হারেননি জকোভিচ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর জোকার ফের কোর্টে নামতে চলেছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রের টমাস মাশাকের বিপক্ষে খেলবেন তিনি। এই ম্যাচের আগে সবচেয়ে বেশি সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড গড়া জকোভিচ বলেন, ‘আমি আরও সাফল্য চাই। এক নম্বর হিসেবে এতগুলো সপ্তাহ শীর্ষে থাকে স্টেফি গ্রাফকে ছুঁয়ে ফেলাটা অবিশ্বাস্য লাগছে। তিনি নারী ও পুরুষদের টেনিস মিলিয়ে সর্বকালের অন্যতম সেরা। এই সব কিংবদন্তির মধ্যে থাকতে পারাটা ভীষণ তৃপ্তিদায়ক। খুব গর্ব লাগছে।’
আরও পড়ুন: ৩ সেন্টিমিটার ছেঁড়া হ্যামস্ট্রিং নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন জিতে নজির জকোভিচের
টেনিসে র্যাঙ্কিং শুরু ১৯৭৩ সালে। প্রথমে ছেলেদের টেনিসেই শুধু র্যাঙ্কিংয়ের ব্যবস্থা থাকলেও ১৯৭৫ সালে মেয়েদের টেনিসেও র্যাঙ্কিং চালু হয়। স্টেফি গ্রাফ ১৯৮৭ সালে প্রথম বার র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন। এর পর টানা ১৮৬ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তিনি, যা মেয়েদের টেনিসে টানা সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার রেকর্ড। ২০১৬ সালে তাঁর রেকর্ডটি ছুঁয়ে ফেলেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামস। আর ছেলেদের টেনিসে টানা শীর্ষে থাকার রেকর্ডটি রয়েছে সুইস কিংবদন্তি রজার ফেডেরারের। তিনি টানা ২৩৭ সপ্তাহ শীর্ষে ছিলেন।
জকোচিভ ২০১১ সালে প্রথম বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত টানা ১২২ সপ্তাহ শীর্ষে ছিলেন তিনি। ছেলেদের টেনিসে তার আগে সর্বোচ্চ ৩১০ সপ্তাহ শীর্ষে ছিলেন ফেডেরার।
For all the latest Sports News Click Here