শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া, দেখে নিন রঞ্জির পয়েন্ট টেবিলে কত নম্বরে রয়েছে বাংলা
উত্তরাখণ্ডের বিরুদ্ধে চলতি রঞ্জির ট্রফির চতুর্থ লিগ ম্যাচে সরাসরি জয় তুলে নিতে পারলে তাদেরকে টপকেই লিগ টেবিলের এক নম্বরে উঠে আসত বাংলা। শেষমেশ ম্য়াচ ড্র করে উত্তরাখণ্ড বাংলার কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নেয় এবং লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে। আপাতত সিংহাসনে বসার সুযোগ হাতছাড়া হয় মনোজদের।
চতুর্থ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে বাংলা উত্তরাখণ্ডের সঙ্গে ব্যবধানে কমিয়ে ফেলে। তারা ১৯ পয়েন্ট নিয়ে জীবনজ্যোৎ সিংদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। চার ম্য়াচে উত্তরাখণ্ডের সংগ্রহে রয়েছে ২০ পয়েন্ট।
এলিট-এ গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. উত্তরাখণ্ড: ম্যাচ-৪, জয়-৩, ড্র-১, হার-০, পয়েন্ট-২০
২. বাংলা: ম্যাচ-৪, জয়-২, ড্র-২, হার-০, পয়েন্ট-১৯
৩. বরোদা: ম্যাচ-৪, জয়-১, ড্র-৩, হার-০, পয়েন্ট-১৩
৪. হিমাচলপ্রদেশ: ম্যাচ-৪, জয়-১, ড্র-২, হার-১, পয়েন্ট-১১
৫. উত্তরপ্রদেশ: ম্যাচ-৪, জয়-১, ড্র-১, হার-২, পয়েন্ট-৮
৬. ওড়িশা: ম্যাচ-৪, জয়-০, ড্র-৩, হার-১, পয়েন্ট-৭
৭. হরিয়ানা: ম্যাচ-৪, জয়-০, ড্র-৩, হার-১, পয়েন্ট-৫
৮. নাগাল্যান্ড: ম্যাচ-৪, জয়-০, ড্র-১, হার-৩, পয়েন্ট-১
বাংলার প্রথম চার ম্যাচের ফলাফল:-
১. উত্তরপ্রদেশকে প্রথম ম্যাচ ৬ উইকেটে পরাজিত করে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলা।
২. হিমাচলপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ড্র করে। তবে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেন মনোজরা।
৩. নাগাল্যান্ডকে এক ইনিংস ও ১৬১ রানে পরাজিত করে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে বাংলা।
৪. উত্তরাখণ্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ ড্র করে বাংলা। যদিও প্রথম ইনিংসে লিড নিয়ে ম্যাচ থেকে মূল্যবান ৩ পয়েন্ট পকেটে পোরেন মনোজ তিওয়ারিরা।
বাংলার শেষ তিনটি লিগ ম্যাচের সূচি:-
১. বাংলা বনাম বরোদা: ১০-১৩ জানুয়ারি
২. বাংলা বনাম হরিয়ানা: ১৭-২০ জানুয়ারি
৩. বাংলা বনাম ওড়িশা: ২৪-২৭ জানুয়ারি
For all the latest Sports News Click Here