শীতে ‘ঠান্ডা’ প্রতিক্রিয়া পেল ‘কুত্তে’, জমেও জমল না আসমান ভরদ্বাজের প্রথম ছবি
কুত্তে ছবিটি গতকাল, ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিটির হাত ধরেই বলিউডে পরিচালক হিসেবে পা রাখলেন বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ। এটি তাঁর ডেবিউ ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অর্জুন কাপুর, টাবু, রাধিকা মদন। প্রথম দিন মাত্র ৫ শতাংশ ব্যবসা দিয়ে শুরু করল এই ছবি। খুব খারাপ শুরু হল এই ছবির বক্স অফিসের দৌড়। যদিও বিকেল এবং সন্ধ্যার দিকে যে শোগুলো আছে সেগুলো মিলিয়ে আশা করা হচ্ছে মোটামুটি একটা ভালোই ফল করবে এই ছবি। কিন্তু সকালের ব্যবসা মোটেই আশাব্যঞ্জক নয়।
কুত্তে ছবিটি আদতে বিশাল ভরদ্বাজের কামিনে ছবির ভাবনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এখন দেখার পালা এটাই যে ছবির প্রথম দিনের ওভারঅল ব্যবসা কেমন হল।
এই ছবিটির সঙ্গে অংশুমান ঝা এবং ঋদ্ধি ডোগ্রার লাকাদবাঘা ছবিটিও বক্স অফিসে মুক্তি পেয়েছে। এই ছবিটিও বক্স অফিসে প্রথমদিন তেমন কোনও সাড়া পায়নি দর্শকদের থেকে।
যদিও আগেই বোঝা গিয়েছিল যে বক্স অফিসে দুটো ছবির একটিও তেমন প্রভাব ফেলতে পারবে না। কিন্তু বাস্তবে দেখা গেল দুটো ছবির শুরুয়াতটাই ভীষণ খারাপ হল। উত্তর ভারতে এখন এমনই ঠান্ডার দাপট দেখা যাচ্ছে। ফলে সেই দিকে ছবিগুলো আর খারাপ ব্যবসা করেছে।
অন্যদিক বিজয়ের দক্ষিণী ছবি বরিশু এবং অজিতের থুনিভু দক্ষিণ ভারতে মোটের উপর বেশ ভালোই সাড়া পেয়েছে। এই দুটো ছবিই দক্ষিণ ভারতে জনপ্রিয় উৎসব, পোঙ্গলের জন্য বুধবার মুক্তি পেয়েছে সিনেমা হলে। এই ছবি দুটিকে চিরঞ্জীবীর ওয়ালটেয়ার ভীরায়া এবং নন্দামুরি বলকৃষ্ণর বীর সিংহ রেড্ডি জোর টক্কর দিচ্ছে বক্স অফিসে।
তবে বক্স অফিসে যে তেমন আশাতীত ফল করল না আসমান ভরদ্বাজের কুত্তে, সেটা নিয়ে তাঁর কী বক্তব্য? ইটাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানান, ‘বাবা আমায় সবসময় ভালো ছবি বানানোর দিকে নজর দিতে বলেছেন। অন্য কিছু নয়। নম্বর তো আমাদের হাতে নেই। তাই আমাদের কিছু করার নেই এই বিষয়ে। তিনি আমায় বলেছেন যে শুক্রবারগুলো ভীষণ খারাপ হয়। তৈরি থেকো।’
For all the latest entertainment News Click Here